রেকর্ড টাইমে সেতুর কাজ শেষ করল হাওড়া ডিভিশন, দ্রুত পরিকাঠামো উন্নয়নের কাজ সারতে চায় রেল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ ১৩/১৪ ডিসেম্বর ২০২৫ রাতের মেগা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের মধ্যে দুটি প্রধান রেল সেতু সফলভাবে পুনর্নির্মাণ করেছে, যা ট্রেন পরিষেবা সময়মতো এবং নিরাপদে পুনরুদ্ধার নিশ্চিত করেছে।
আবীর ঘোষাল, কলকাতা: হাওড়া ডিভিশনের একটি বড় পরিকাঠামোগত উন্নয়নের মাইলফলক অর্জন। ব্যস্ততম মেগা ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ রেল সেতু পুনর্নির্মাণ হচ্ছে।
একটি অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৃতিত্বে পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের ইঞ্জিনিয়ারিং বিভাগ ১৩/১৪ ডিসেম্বর ২০২৫ কঠোরভাবে নির্ধারিত মেগা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের মধ্যে দুটি প্রধান রেল সেতু সফলভাবে পুনর্নির্মাণ করেছে, যা ট্রেন পরিষেবা সময়মতো এবং নিরাপদে পুনরুদ্ধার নিশ্চিত করেছে।
পূর্ব রেলওয়ের চলমান পরিকাঠামো আধুনিকীকরণ অভিযানের অংশ হিসেবে শেওড়াফুলি–তারকেশ্বর সেকশনের (ডাউন লাইন) ৩ নম্বর এবং ৪৫ নম্বর সেতুর বিদ্যমান কাঠামো দুটি ভারী রেলওয়ে ক্রেন ব্যবহার করে ভেঙে ফেলা হয় এবং সেগুলোর পরিবর্তে আধুনিক আরসিসি বক্স সেতু স্থাপন করা হয়।
advertisement
advertisement
৩ নম্বর সেতুতে ১৩ ডিসেম্বর রাত ২৩:২৫ মিনিট থেকে ১৪ ডিসেম্বর সকাল ০৯:৫০ মিনিট পর্যন্ত ১০ ঘণ্টা ৩০ মিনিটের একটি ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হয়েছিল, যার মধ্যে পুরনো সেতুটি ভেঙে ফেলা হয় এবং হাওড়া রেলওয়ে ক্রেন ব্যবহার করে পাঁচটি স্ল্যাব ও চারটি বক্স সমন্বিত একটি নতুন আরসিসি বক্স সেতু স্থাপন করা হয়।
advertisement
একইভাবে, ৪৫ নম্বর সেতুতে, ১৩ ডিসেম্বর রাত ২২:৫৫ মিনিট থেকে ১৪ ডিসেম্বর সকাল ০৯:৫০ মিনিট পর্যন্ত ১১ ঘণ্টার একটি ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক নেওয়া হয়েছিল, যা বিদ্যমান সেতুটি ভেঙে ফেলা এবং রামপুরহাট রেলওয়ে ক্রেনের সাহায্যে সাতটি স্ল্যাব ও ছয়টি বক্স সমন্বিত একটি নতুন আরসিসি বক্স সেতু স্থাপনের কাজ সম্ভব করেছে।
advertisement
উভয় কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর, সকাল ৯:৫৫ মিনিটে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক প্রত্যাহার করা হয়, যা ট্রেন চলাচল মসৃণ ও নিরাপদে পুনরায় শুরু করার সুযোগ করে দেয়। রেলের আধিকারিকরা জানাচ্ছেন গুরুত্বপূর্ণ সেকশনগুলোতে বাড়ানো হচ্ছে রেলের গতি। সেই কাজ করতে গিয়ে স্বল্প সময়ের মধ্যেই পরিকাঠামোগত উন্নয়ন সেরে ফেলা হচ্ছে। হাওড়া ডিভিশন দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পন্ন করেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 11:41 AM IST










