প্রচারে তারকা প্রার্থীরা, কে কোথায় কীভাবে করলেন প্রচার, নজর রাখুন
Last Updated:
#কলকাতা: সপ্তাহের প্রথম দিন। তবু প্রচারে খামতি নেই। কেউ মাঠে নেমেই বোঝালেন, প্রতিপক্ষের জারিজুরি ভেস্তে দেওয়ার কায়দা তাঁর বাঁয়ে হাত কা খেল। কেউ আবার অনেকটাই নিশ্চিন্ত। যেন জেনেই গিয়েছেন, পাঁচ বছরের কাজের নিরিখেই ভোট টেনে নেবেন। টার্গেট বাংলায় বিজেপির লক্ষ্য মেরুকরণ। সেটা ভেস্তে দিতেই চেনা টার্ফে গুগলি দিয়ে শুরু করলেন রাজনীতির পোড়খাওয়া প্রার্থী। মন্দির, মসজিদ, গির্জা — পুজো থেকে প্রার্থনা - ধর্মস্থান ছুঁয়েই প্রচার শুরু করলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। শুরু হয় মহামায়া মন্দির থেকে।
পরের গন্তব্য শতাব্দী প্রাচীন ভৈরব স্থান মন্দিরে। দুই মন্দিরে পুজো সেরে স্কুলডাঙার গির্জায় গিয়ে প্রার্থনা। সব শেষে যান মাচানতলার জামা মসজিদে। কর্মীদের সঙ্গে সেখানে প্রার্থনা করেন সুব্রত মুখোপাধ্যায়।
advertisement
সুব্রত মুখোপাধ্যায়ের মতই পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দোলের উৎসব থেকে শুরু হল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট ক্যাম্পেন। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই রাজনৈতিক সমীকরণের কথাও মাথায় রেখেই এগোচ্ছেন বিগত লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা।
advertisement
আসানসোলে প্রচারে আবার অন্য চমক। তৃণমূল প্রার্থী অভিনেত্রী মুনমুন সেনকে ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ছে। গ্ল্যামারের ছটা আরও বাড়তে চলেছে বলেও ইঙ্গিত প্রার্থীর। ভোটারদের দরজায় দরজায় পৌঁছে যাওয়ার কাজ এই তো শুরু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2019 10:31 PM IST