নির্বাচন ঘোষণার পর এখনো পর্যন্ত রাজ্যে উদ্ধার প্রচুর বিস্ফোরক, জানিয়েছে কমিশন
Last Updated:
#কলকাতা: নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাজ্যে উদ্ধার হয়েছে মোট ৩৩, ৩৭৬ কেজি বিস্ফোরক! তারমধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে ১৮,২০০ কেজি। পাশাপাশি খনি ও নাশকতামূলক কাজে ব্যবহার হওয়া জিলেটিন স্টিক পাউডার উদ্ধার হয়েছে ১৫,১৭৬ কেজি। ই-ডিটোনেটর উদ্ধার হয়েছে ১,৫০,৮০০ টি। এমনটাই জানিয়েছে কমিশন ৷
নির্বাচনে সন্ত্রাসের আশঙ্কা থাকলেও, শাসক-বিরোধী দু’পক্ষই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রচার করছে ৷ সঙ্গে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীও ৷ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তাদের রুটমার্চ ৷ নজর রয়েছে নির্বাচন কমিশনেরও ৷ ভোটে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ও রক্ত না ঝড়ে, সেই ব্যপারে বদ্ধপরিকর তারা ৷
advertisement
advertisement
তাই দিকেদিকে চলছে চিরুণি তল্লাশি ৷ কোনরকম বিস্ফোকর বা অস্ত্র মজপত রয়েছে কিনা, তারই খোঁজ চলছে জোরকদমে ৷ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাড়তে শুরু করেছে ভোটের উত্তাপ ৷ পরিস্থিতি আরও উত্তপ্ত হবে, ভোটের মুখে, এমনই আশঙ্কা ৷ তাই সব ধরণের ব্যবস্থা রাখতে চলেছে নির্বাচন কমিশন ৷
আরও দেখুন
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 18, 2019 10:12 PM IST