ভাড়াটের 'পরকীয়া'তে বাধা দিয়ে খুন বাড়ির মালিক
Last Updated:
#কলকাতা: ভাড়াটের পরকীয়াতে বাধা দিয়ে খুন বাড়ি মালিক। সোনারপুরের নাটাগাছিতে চাঞ্চল্যকর অভিযোগ। রাতে বাড়ি ফেরার পথে যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন। মহিলার প্রেমিককে ধরে গণপিটুনি স্থানীয় বাসিন্দাদের। পরিকল্পনামাফিক খুনের অভিযোগে গ্রেফতার মহিলা ও তাঁর স্বামী। হাসপাতালে ভরতি প্রেমিক। ঘটনায় আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রাতে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে খুন! দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নাটাগাছিতে চাঞ্চল্য। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়াতেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
advertisement
নাটাগাছিতে পিন্টু সর্দারের বাড়িতে ভাড়া থাকেন রূপা নস্কর ও তাঁর স্বামী নুরজামাল। মৃতের পরিবারের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রূপার। প্রায়ই বাড়িতে আসতেন মহিলার প্রেমিক। তা নিয়ে আপত্তি তোলেন বাড়ি মালিক পিন্টু। সম্প্রতি এনিয়ে ভাড়াটের সঙ্গে বাড়ি মালিকের বিবাদ বাধে। সেজন্যই পরিকল্পনামাফিক পিন্টুকে খুন করা হয় বলে অভিযোগ।
advertisement
ঠিক কী ঘটেছিল?
সোমবার রাতে বাড়ি ফিরছিলেন পিন্টু। অভিযোগ, সে সময় ছুরি নিয়ে চড়াও হয় মহিলার প্রেমিক মণিরুল ইসলাম। এলোপাথারি কোপানো হয় পিন্টুকে। মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় পিন্টুর। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা, চলে উত্তমমধ্যম।
advertisement
মহিলা ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি মহিলার প্রেমিক। ঘটনায় আর কেউ জড়িত কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 03, 2018 8:15 AM IST