পোস্ট অফিসের এই স্কিম শুরু করুন মাত্র ১০০ টাকায়, মিলবে বিপুল লাভ
Last Updated:
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অত্যন্ত জনপ্রিয় সাধারণ মানুষের কাছে ৷ বেশি সুদের পাশাপাশি এতে পাওয়া যায় কর ছাড়ও ৷ পয়লা অক্টোবর থেকে ৫ বছরের জন্য এনএসসি-র উপর সুদের হার ৭.৬ থেকে বাড়িয়ে ৮ করা হয়েছে ৷ এই মুহূর্তে এত সুদ দেশের কোনও ব্যাঙ্ক দিচ্ছে না ৷ ফলে বর্তমানে এনএসসি-তে টাকা ইনভেস্ট করা সব থেকে লাভজনক ৷
advertisement
advertisement
দেশের যে কোনও প্রান্তে পোস্ট অফিসের ব্রাঞ্চে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ যে কোনও ব্যাক্তি এখানে ইনভেস্ট করতে পারবেন ৷ আপনার সন্তানের নামে সার্টিফিকেট কিনতে পারবেন ৷ ১.৫ লাখ পর্যন্ত ইনভেস্ট করলে তবেই ট্যাক্স ছাড় পাবেন তার বেশি নয় ৷ যোজনা সরকারি হওয়ায় আপনার টাকা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন ৷
advertisement
advertisement