ভাঙন রোধে আজ বৈঠকে পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ, স্থায়ী সমাধান চায় উভয় পক্ষই

Last Updated:

কলকাতায় হুগলি নদীর ভাঙনের জেরে একের পর এক ঘাটের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বিশেষ করে নিমতলা ঘাটের মতো ঐতিহ্যবাহী ঘাট কার্যত তলিয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে ৷

ভাঙ্গন রোধে আজ বৈঠকে পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ
ভাঙ্গন রোধে আজ বৈঠকে পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ
আবীর ঘোষাল, কলকাতা: শহরের একাধিক ঘাটের ভাঙন-সহ পরিস্থিতি মোকাবিলার রোড ম্যাপ তৈরি করতে আজ বৈঠকে বসছে পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ৷ কলকাতায় হুগলি নদীর ভাঙনের জেরে একের পর এক ঘাটের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বিশেষ করে নিমতলা ঘাটের মতো ঐতিহ্যবাহী ঘাট কার্যত তলিয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে ৷ এই অবস্থায় গঙ্গা ভাঙ্গন থেকে শহরকে বাঁচাতে যৌথ ভাবে কাজ করতে চায় কলকাতা পুরসভা৷ ইতিমধ্যেই পুরসভার তরফে ভাঙন ঠেকাতে স্বল্প খরচে নিজ উদ্যোগে বসানো হচ্ছে নারকেল গাছ ৷ আবার বন্দর কর্তৃপক্ষ নিজ উদ্যোগে একাধিক জায়গায় বসিয়েছে ম্যানগ্রোভ৷ কিন্তু নদী বিশেষজ্ঞদের বক্তব্য যদি একসঙ্গে এই ভাঙ্গন ঠেকাতে পাকাপাকি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এই সমস্যা বাড়বে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘পুরসভার তরফে বহুবার ধরে বন্দরকে বলা হচ্ছে এই বিষয়ে যথোপযুক্ত উদ্যোগ নিতে ৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে ড্রেজিংয়ের ব্যাপারে বারবার কাজ করতে বলা হলেও তারা এই বিষয়ে নীরব।’’ প্রসঙ্গত পুরসভার বক্তব্য হাওড়ায় বেলুড়-লিলুয়া সন্নিহিত এলাকায় পলি জমতে শুরু করেছে ৷ আর তার জেরে গতি বদল হয়েছে নদীর৷ কলকাতার দিকে পাড়ে বেশি করে ধাক্কা মারছে স্রোত ৷ নির্মাণের তলার অংশ কার্যত ফাঁকা করে দিতে শুরু করেছে। এই অবস্থায় দ্রুত পদক্ষেপ করে যদি না ভাঙন আটকানো যায় ততক্ষণ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হবে না। মেয়র অবশ্য এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে বলছেন ‘কালা’। কথা শুনেও না শোনার ভান করছে বলে অভিযোগ করছেন তিনি বন্দরের উদ্দেশ্যে।
advertisement
advertisement
যদিও বন্দর চেয়ারম্যান রথীন্দ্র রমণ জানিয়েছেন, ‘‘বিশেষজ্ঞ সংস্থা দিয়ে সমীক্ষা করানো হয়েছে ৷ বিস্তারিত রিপোর্ট দেখেই কাজ করা হচ্ছে। এর সঙ্গে কাজ না করার কোনও সম্পর্ক নেই। আমরা চাই ভাল ভাবে কাজ করতে।’’ তিনি উদাহরণ দিয়েছেন কল্যাণী, ফলতা, হাওড়ার একাধিক জায়গায় তারা কীভাবে কাজ করেছেন ভাঙন ঠেকাতে।।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাঙন রোধে আজ বৈঠকে পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ, স্থায়ী সমাধান চায় উভয় পক্ষই
Next Article
advertisement
Mamata Banerjee: ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’: মমতা
  • ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই

  • বৈধ ভোটার বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই

  • মতুয়াগড়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

VIEW MORE
advertisement
advertisement