Higher Secondary Examination: উচ্চমাধ্যমিকের সিলেবাসে আসছে বেশ বদল! CBSE বোর্ডের শিক্ষকদের সহযোগিতা চায় সংসদ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanchari Kar
Last Updated:
Higher Secondary Examination: আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে নতুন সিলেবাস চালু করতে চায় রাজ্য। তা নিয়ে শনিবার বিভিন্ন বিষয়ের সিলেবাস সংক্রান্ত কমিটি গুলোর সঙ্গে বৈঠকে করে সংসদ।
কলকাতা: সিলেবাস তৈরিতে কেন্দ্রের বোর্ডের দ্বারস্থ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। CBSE বোর্ড অনুমোদিত স্কুলের অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতা চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে নতুন সিলেবাস চালু করতে চায় রাজ্য। তা নিয়ে শনিবার বিভিন্ন বিষয়ের সিলেবাস সংক্রান্ত কমিটি গুলোর সঙ্গে বৈঠকে করে সংসদ।
জানুয়ারি মাসের মধ্যেই কী রকম সিলেবাস হওয়া উচিত, তা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সংসদের। “আমাদের কিছু কিছু গুরত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে CBSE বোর্ডের অভিজ্ঞ শিক্ষকদের সাহায্য প্রয়োজন রয়েছে কারণ আমরা কেন্দ্রীয় বোর্ডগুলোর সিলেবাস দেখতে চাই”, বললেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
advertisement
advertisement
জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের পরিকল্পনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। ৪৭টি বিষয়ে সিলেবাস পরিবর্তন করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 16, 2023 5:52 PM IST








