#কলকাতা: কলেজের আবেদন ফর্মে সানি লিওনের ছবি বিতর্কে এ বার নড়েচড়ে বসল উচ্চশিক্ষা দফতর৷ আশুতোষ কলেজ ও বারাসত কলেজের মেধাতালিকায় প্রাক্তন পর্নস্টার ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম থাকায় বিতর্ক তৈরি হয়৷ বারাসত কলেজে মেধাতালিকায় রয়েছে ৩ পর্নস্টারের নামও৷
উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, কলেজগুলি থেকে রিপোর্ট চাওয়া হবে৷ কী করে অনলাইনের ফর্ম নজর এড়ালো তা জানতে চাওয়া হবে কলেজ কর্তৃপক্ষের কাছে৷
বারাসত গভর্নমেন্ট কলেজের মেধাতালিকায় ৪ জন পর্নস্টারের নাম রয়েছে৷ সানি লিওন, মিয়া খলিফা-সহ ৪ জন প্রাক্তন ও বর্তমান পর্নস্টারের নাম রয়েছে৷ দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজে ইংরেজি অনার্সের ১৫১ তম স্থানে সানির নাম উঠেছে। এই পর্নস্টারদের ইন্টারনেটে থাকা তথ্যের সঙ্গে আবেদনের তথ্য মিলে গিয়েছে৷ উচ্চ মাধ্যমিকের নম্বরগুলির সঙ্গে ঠিকানাও থাকছে৷ বারাসত কলেজের প্রিন্সিপাল জানাচ্ছেন, এই তথ্যগুলি আবেদনকে বৈধতা দিচ্ছে না৷ বরং তাঁর দাবি, কেউ ষড়যন্ত্র করে ফেক পোস্ট করেছে৷
মেধাতালিকায় সানির নাম থাকা নিয়ে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ।
SOMRAJ BANDOPADHYAY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sunny Leone