মেধাতালিকায় সানি লিওন-মিয়া খলিফা, কলেজগুলির কাছে রিপোর্ট চাইবে উচ্চশিক্ষা দফতর

Last Updated:

উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, কলেজগুলি থেকে রিপোর্ট চাওয়া হবে৷ কী করে অনলাইনের ফর্ম নজর এড়ালো তা জানতে চাওয়া হবে কলেজ কর্তৃপক্ষের কাছে৷

#কলকাতা: কলেজের আবেদন ফর্মে সানি লিওনের ছবি বিতর্কে এ বার নড়েচড়ে বসল উচ্চশিক্ষা দফতর৷ আশুতোষ কলেজ ও বারাসত কলেজের মেধাতালিকায় প্রাক্তন পর্নস্টার ও বর্তমানে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম থাকায় বিতর্ক তৈরি হয়৷ বারাসত কলেজে মেধাতালিকায় রয়েছে ৩ পর্নস্টারের নামও৷
উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, কলেজগুলি থেকে রিপোর্ট চাওয়া হবে৷ কী করে অনলাইনের ফর্ম নজর এড়ালো তা জানতে চাওয়া হবে কলেজ কর্তৃপক্ষের কাছে৷
বারাসত গভর্নমেন্ট কলেজের মেধাতালিকায় ৪ জন পর্নস্টারের নাম রয়েছে৷ সানি লিওন, মিয়া খলিফা-সহ ৪ জন প্রাক্তন ও বর্তমান পর্নস্টারের নাম রয়েছে৷ দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজে ইংরেজি অনার্সের ১৫১ তম স্থানে সানির নাম উঠেছে। এই পর্নস্টারদের ইন্টারনেটে থাকা তথ্যের সঙ্গে আবেদনের তথ্য মিলে গিয়েছে৷ উচ্চ মাধ্যমিকের নম্বরগুলির সঙ্গে ঠিকানাও থাকছে৷ বারাসত কলেজের প্রিন্সিপাল জানাচ্ছেন, এই তথ্যগুলি আবেদনকে বৈধতা দিচ্ছে না৷ বরং তাঁর দাবি, কেউ ষড়যন্ত্র করে ফেক পোস্ট করেছে৷
advertisement
advertisement
মেধাতালিকায় সানির নাম থাকা নিয়ে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ।
SOMRAJ BANDOPADHYAY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেধাতালিকায় সানি লিওন-মিয়া খলিফা, কলেজগুলির কাছে রিপোর্ট চাইবে উচ্চশিক্ষা দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement