High Court: স্কুলের মাঠে সারারাত অনুষ্ঠান, তাজ্জব কলকাতা হাইকোর্ট! নজরে প্রধান শিক্ষক, কড়া পদক্ষেপ আদালতের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
High Court: স্কুলের মাঠে সারারাত বাইরের সংস্থার অনুষ্ঠান, মামলা উঠতেই হাইকোর্টের নজরে প্রধান শিক্ষক! কড়া পদক্ষেপের নির্দেশ আদালতের।
কলকাতা: বাসুদেবপুর মহারাজ নন্দকুমার হাইস্কুলের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট। ‘স্কুলের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান সারারাত কীভাবে? স্কুলই বা অনুমতি দেয় কীভাবে? প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত৷ স্কুলের খেলার মাঠে অন্য সংস্থাকে অনুষ্ঠান করার সিদ্ধান্ত দেয় কীভাবে?’, পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসু ডিভিশন বেঞ্চের।
হাইকোর্টের নির্দেশ, পড়ুয়াদের মাঠে সারারাত সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। স্কুলের মাঠে ভবিষ্যতে আর কোনওদিন সারারাত অনুষ্ঠান নয়। স্কুল ছাড়া অন্য কেউ অনুষ্ঠান করতে পারবে না। স্কুলের মাঠ স্কুলের পড়ুয়াদের জন্য ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: রাত নামলেই ঘরে ঢুকে বিরক্ত করে, আলো নিভলেই ‘মৃত্যু’ শ্যামাপোকার! কী খায় এই পোকা? জানলে চমকে যাবেন
পূর্ব মেদিনীপুর জেলাশাসক, এসপিকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চের।
advertisement
advertisement
আরও পড়ুন: পূর্বজন্মের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা! বুঝবেন কী ভাবে? জ্যোতিষের এই ১০ লক্ষণই সব বলে দেবে
ডিভিশন বেঞ্চের নির্দেশ, স্কুলের মাঠে পুজো অনুষ্ঠান হবে। তবে রাত দশটায় পুজোর অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। ২২ অক্টোবরের মধ্যে মাঠকে পূর্বের চেহারায় ফেরাতে হবে। পূর্ব মেদিনীপুর জেলাশাসক ও পুলিশ সুপারকে হাইকোর্টের নির্দেশ মেনে কাজ করতে হবে।
advertisement
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2025 2:12 PM IST