Governor Jagdeep Dhankhar: ফের অসুস্থ রাজ্যপাল, করতে হল এমআরআই! কী হয়েছে? কী বলছেন চিকিৎসকেরা?

Last Updated:

Governor Jagdeep Dhankhar: শুক্রবার দুপুরে এসএসকেএম হাসপাতাল সংলগ্ন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে। বর্তমানে নিউরো মেডিসিন বিভাগে ভর্তি হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মাথা ও ঘাড়ের এমআরআই করা হয়েছে তাঁর।

ফের সরকারের ভূমিকায় সরব রাজ্যপাল
ফের সরকারের ভূমিকায় সরব রাজ্যপাল
#কলকাতা: আপাতত ভালই আছেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ সূত্রের খবর,  দুপুরের দিকে রাজ্যপালের  শারীরিক কিছু সমস্যা হয়। এসএসকেএম হাসপাতাল সূত্রের খবর , দুজন বিশেষজ্ঞ চিকিৎসক রাজভবনে গিয়ে রাজ্যপালকে দেখে এমআরআই করার পরামর্শ দেন। বিকেল চারটে বেজে আট মিনিটে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে আসেন রাজ্যপাল। হাসপাতাল সূত্রের খবর তাঁর মাথার এবং ঘাড়ের এমআরআই করা হয়। রাজ্যপাল হাসপাতাল থেকে বেরিয়ে জানান এমআরআই রিপোর্ট ঠিক আছে৷ উদ্বেগের কোনও কারণ নেই৷
শুক্রবার দুপুরে এসএসকেএম হাসপাতাল সংলগ্ন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় রাজ্যপালকে। হাসপাতাল সূত্রে খবর, মাথা ও ঘাড়ের এমআরআই করা হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর মাথা ঘোরানো ও অন্য বেশ কিছু সমস্যা রয়েছে।
advertisement
advertisement
দিনকয়েক আগে ঠাকুরনগর যাওয়ার সময় শারীরিকভাবে অসুস্থ বোধ করেন তিনি। বদহজমের সমস্যা হয়েছিল তাঁর। চিকিৎসকরা  জানিয়েছিলেন খাবারের নিয়ে কিছু সমস্যা হয়েছে।  রাজভবন থেকে বেরোনোর পর এয়ারপোর্ট হলদিরাম পর্যন্ত গাড়িতে ৩ বার বমি করেছেন তিনি। তারপরই রাজভবনে ফিরিয়ে আনা হয়। এরপর বেলভিউ হাসপাতালের এক চিকিৎসককে ডাকা হয়। তিনি দেখে জানান, ভালো আছেন রাজ্যপাল। তার ঠিক কয়েকদিন পরেই এই সমস্যা৷ ফলে কিছুটা উদ্বেগ তো রয়েছেই!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Governor Jagdeep Dhankhar: ফের অসুস্থ রাজ্যপাল, করতে হল এমআরআই! কী হয়েছে? কী বলছেন চিকিৎসকেরা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement