Anubrata Mondol: অণ্ডকোষে অস্ত্রোপচার অনুব্রত মণ্ডলের? চিকিৎসকরা চাইছেন আরও পরীক্ষা-নিরীক্ষার পরে সিদ্ধান্ত নিতে

Last Updated:

Anubrata Mondol: যদিও দুদিন আগে হঠাৎ করেই অনুব্রত মণ্ডলের দুটি অণ্ডকোষের সংক্রমণ নজরে আসে চিকিৎসকদের। অণ্ডকোষে পুঁজ জমে আছে বলে জানা যায়।

অনুব্রতর ফাইল ছবি
অনুব্রতর ফাইল ছবি
#কলকাতা: ন'দিন হয়ে গেল এসএসকেএম বা পিজি হাসপাতালের উডবার্ন ব্লকের তিনতলায় ২১১ নম্বর কেবিন বীরভূমের কেষ্টর ঠিকানা। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে গত সপ্তাহের বুধবার গরু পাচারকাণ্ডে আবারও তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি বি আই। বুধবার সকালে রাজারহাটে নিজের ফ্ল্যাট থেকে কলকাতার নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু মাঝপথে আচমকাই শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। এস এস কে হাসপাতালের উডবার্ন ব্লক এ নিয়ে যেতে হয় অনুব্রত মণ্ডলকে। শুধু উডবার্ন ব্লকে ভর্তি করাই নয়, বীরভূমের তৃণমূল নেতার চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়ে এস এস কে এম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল সিবিআই। সেই চিঠির জবাবে জানানো হয়, তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। প্রথমে জানা গিয়েছিল,অনুব্রত মণ্ডলের মাইল্ড হার্ট এ্যাটাক হয়েছিল। এর সঙ্গে তার স্লিপ অ্যপনিয়া বা ঘুমের সময় তীব্র নাক ডাকার অভ্যাস রয়েছে। এই স্লিপ অ্যাপনিয়ার সঙ্গে তার হার্ট এ্যাটাকের সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখেন চিকিৎসকরা। অন্য দিকে তার শ্বাসকষ্টের সমস্যাও ভাবিয়ে তোলে চিকিৎসকদের। এস এস কে এম হাসপাতালের সুপার ডক্টর পীযূষ রায় জানিয়েছিলেন, অনুব্রত মণ্ডলকে বুকে ব্যথা নিয়ে ভর্তি করতে হয়েছিল। শরীরে অক্সিজেনের মাত্রাও অনেক কম ছিল। এর সঙ্গে স্বাভাবিকের থেকে অনেক বেশি সুগার এবং রক্তচাপ বা ব্লাড প্রেসার থাকাটাও চিন্তায় রেখেছিল চিকিৎসকদের।
advertisement
advertisement
যদিও দুদিন আগে হঠাৎ করেই অনুব্রত মণ্ডলের দুটি অন্ডকোষের সংক্রমণ নজরে আসে চিকিৎসকদের। অণ্ডকোষে পুঁজ জমে আছে বলে জানা যায়। অণ্ডথলিতে ব্যথার সঙ্গে অণ্ডথলির ত্বক লাল, প্রস্রাবে রক্ত, মূত্রনালী পথে অস্বাভাবিক নিঃসরণ ও গলা ফুলে যাওয়া প্রভৃতি উপসর্গ  থাকায় চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অণ্ডকোষের উপরে থাকে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসে সবচেয়ে বেশি সংক্রমণ হয়। অণ্ডথলি হচ্ছে এমন একটি থলি যা অণ্ডকোষ ও এপিডিডাইমিসকে সুরক্ষা দেয়। এই সংক্রমণকে আটকানোর জন্য অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয় অর্থাৎ অণ্ডকোষগুলোকে বাদ দেওয়া হয়। তবে এক্ষেত্রে চিকিৎসকরা অত্যন্ত সতর্কভাবে দেখছেন যে,এই সংক্রমণের সঙ্গে হার্নিয়ার কোনো সম্পর্ক আছে কিনা। তবে এখনই অস্ত্রোপচার করা হবে কিনা,সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় নি বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
advertisement
অনুব্রত মণ্ডলের ফুসফুসের পরীক্ষার রিপোর্টও খুব একটা সন্তোষজনক নয়। ফুসফুসে এখনও জল জমে রয়েছে। এমনকী, ৬ মিনিটের হাঁটা পরীক্ষাতেও যেখানে নূন্যতম ২০০ মিটার হাঁটতে হয়, সেখানে ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ফলে তাঁকে এখনও হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে এসএসকেএম-এর মেডিক্যাল বোর্ড।
advertisement
Avijit Chanda
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondol: অণ্ডকোষে অস্ত্রোপচার অনুব্রত মণ্ডলের? চিকিৎসকরা চাইছেন আরও পরীক্ষা-নিরীক্ষার পরে সিদ্ধান্ত নিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement