দুর্ঘটনার খবর পেয়েই শামিকে ফোন, সুস্থতা কামনা হাসিনের
Last Updated:
দুর্ঘটনাই কি অবশেষে মিঞাঁ-বিবির মধ্যে দুরত্ব কিছুটা হলেও কমাল ?
#কলকাতা: গত কয়েক সপ্তাহে যেটা একেবারেই দেখা যায়নি ৷ একটা দুর্ঘটনাই কি অবশেষে মিঞাঁ-বিবির মধ্যে দুরত্ব কিছুটা হলেও কমাল ? শামির দুর্ঘটনার খবর পেয়েই রবিবার শামিকে দু’বার ফোনে ধরার চেষ্টা করেন হাসিন ৷ তবে ফোন বন্ধ থাকায় শামির সঙ্গে তাঁর কথা হয়নি ৷ দুর্ঘটনার খবর পেয়ে তিনি যে কতটা উৎকন্ঠতায় ভুগছিলেন সেটা জানিয়েছেন হাসিন ৷ রবিবার নিজের বাড়িতে বসেই সংবাদমাধ্যমকে তিনি জানান, টিভিতে শামির সুস্থ থাকার খবর পেয়ে খানিকটা স্বস্তি পেয়েছেন ৷ হাসিন বলেন, ‘‘ শামির কোনও ক্ষতি হোক আমি চাই না। ওর সঙ্গে আমার কোনও চরম শত্রুতা নেই। শামির যন্ত্রণা হলে আমি কখনওই ভাল থাকতে পারি না। ও দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনাই করছি আল্লাহ-র কাছে।’’
রবিবার দেরাদুন থেকে দিল্লি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় জখম হন মহম্মদ শামি। মাথায় চোট লাগায় ভারতীয় পেসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি বিপন্মুক্ত বলে দাবি চিকিৎসকদের।
advertisement
advertisement
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে রেহাই মিলতেই দেরাদুনে আইপিএলের প্রস্তুতি শুরু করেন মহম্মদ শামি। রবিবার দেরাদুন থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। অভিযোগ, সেই সময়েই অন্য একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে। দুর্ঘটনায় মাথায় আঘাত পান শামি। দ্রুত তাঁকে দেরাদুনের সিএমআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় ক্রিকেটারের মাথায় চারটি সেলাই পড়েছে। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে একদিন বিশ্রাম নিতে বলেছেন। দেরাদুনে শামি যে অ্যাকাডেমিতে অনুশীলন করেন, তার দায়িত্বে রয়েছেন বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণের বাবা। তিনি জানান, শামি সুস্থই রয়েছেন। তাঁর আইপিএল খেলা নিয়ে কোনও সমস্যা হবে না।
advertisement
অভিমানি হাসিন আরও বলেন, আলিশবা বা ওর বান্ধবীরা আজ ওর খবর নিয়েছে কী না জানা নেই ৷ দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে সারাদিন তাঁর চরম উৎকন্ঠাতেই দিন কেটেছে ৷ শেষে সংবাদমাধ্যমের কাছে শামির বিপন্মুক্ত হওয়ার খবর পেয়ে নিশ্চিন্ত হয়েছেন হাসিন ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2018 9:21 AM IST