‘তথ্য গোপন করা উচিত নয় হাসিনের’, শামি-হাসিন বিতর্কে আর কী বললেন হাসিনের প্রাক্তন স্বামী সৈফুদ্দিন?
Last Updated:
যত দিন গড়াচ্ছে মহম্মদ শামি-হাসিন বিতর্কে সামনে আসছে নতুন নতুন তথ্য ৷ নিউজ১৮ বাংলার স্টুডিওতে এসে যৌনকর্মীর সঙ্গে শামির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শামির স্ত্রী হাসিন জাহান ৷
#কলকাতা: যত দিন গড়াচ্ছে মহম্মদ শামি-হাসিন বিতর্কে সামনে আসছে নতুন নতুন তথ্য ৷ নিউজ১৮ বাংলার স্টুডিওতে এসে যৌনকর্মীর সঙ্গে শামির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন শামির স্ত্রী হাসিন জাহান ৷ এমনকী, শামি বিতর্কে বিসিসিআই-কেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হাসিন ৷
মহম্মদ শামির বিরুদ্ধে হাসিনের নানা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন হাসিনের প্রাক্তন স্বামী সৈফুদ্দিন ৷ শামিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন হাসিন, তা নিয়ে মন্তব্য করতে গিয়ে সৈফুদ্দিন জানান, ‘শামি কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হাসিনের কাছে প্রসঙ্গে হাসিনের প্রাক্তন স্বামী দেখ সৈফুদ্দিন জানান প্রকাশে কোনো জিনিসকে না এনে তা কোথাও বসে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো।’
advertisement
সৈফুদ্দিন আরও জানান, ‘হাসিনের সাথে আমার রেজিস্ট্রি করেই বিয়ে হয়েছিল, হাসিন শামির সাথে বিয়ের সময় কেনো তথ্য গোপন করেছিল সেটা হাসিন-ই জানে, তবে তথ্য গোপন করা উচিত নয়। অনেক কিছুই সামনে আসছে দেখছি।’
advertisement
Location :
First Published :
March 18, 2018 6:31 PM IST