হরিদেবপুর খুনে ধৃত যুবকের বান্ধবীর আরও এক বন্ধু, গ্রেফতারি বেড়ে ৭

Last Updated:

তদন্ত শুরুর পরই অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধু ওড়িশার জাজপুরে পালিয়ে যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে

#কলকাতা: ৭ অক্টোবর, শুক্রবার রাতেই হরিদেবপুরের নিখোঁজ যুবক খুনের ঘটনায় তাঁর বান্ধবী, তার মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বান্ধবীর বাবা, বান্ধবীর ভাইয়ের এক বন্ধু ও এক পণ্যবাহী গাড়িচালককে গ্রেফতার করা হয়। বিকেল থেকে তাঁদেরকে থানায় আটক করে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। অয়নের বান্ধবীর ভাইয়ের আঘাতেই অয়নের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই খুনের ঘটনায় তাঁর বান্ধবী এবং ও মা যুক্ত আছেন বলেও পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
অয়ন মণ্ডল খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হল আরও এক জনকে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অয়নের বান্ধবীর ভাইয়ের আরও এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত শুরুর পরই অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধু ওড়িশার জাজপুরে পালিয়ে যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধু, অন্য এক বন্ধুকে সঙ্গে নিয়ে দু’হাজার টাকার বিনিময়ে কুঁদঘাট থেকে একটি ছোটো হাতি ভাড়া করে, সেই গাড়ি করেই মগরাহাটে নিয়ে যাওয়া হয় অয়নের মৃতদেহ। অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধুকে গ্রেফতারের পর ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।
advertisement
advertisement
দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়েছিল হরিদেবপুরের বাসিন্দা বছর একুশের যুবক৷ দু'দিন নিখোঁজ থাকার পর দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাট এলাকা থেকে যুবকের দেহ উদ্ধার করা হল৷ ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, অয়ন মণ্ডল নামে ওই যুবক অ্যাপ নির্ভর বাইক চালাতেন৷ দশমীর রাতে এক বন্ধু তাঁকে হরিদেবপুর এলাকাতেই অয়নের বান্ধবীর বাড়িতে পৌঁছে দেয়৷ সেখান থেকেই রাত তিনটে নাগাদ শেষ বার বাড়িতে ফোন করেন অয়ন৷ এর পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
advertisement
এর পরই অয়নের পরিবারের তরফে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়৷ হরিদেবপুর এলাকাতেই অয়ন শেষ টাওয়ার লোকেশন মেলে বলে খবর৷ অয়নের মায়ের চাঞ্চল্যকর অভিযোগ, যে যুবতীর সঙ্গে অয়নের সম্পর্ক ছিল, তাঁর মা অয়নকে ভালবাসত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হরিদেবপুর খুনে ধৃত যুবকের বান্ধবীর আরও এক বন্ধু, গ্রেফতারি বেড়ে ৭
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement