Haimanti Ganguly: ছবির পরিচালকের সঙ্গেও 'প্রতারণা', হৈমন্তীকে নিয়ে টালিগঞ্জেও অনেক টক-ঝাল-মিষ্টি গল্প

Last Updated:

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গোপাল দলপতির সঙ্গে তাঁর নাম উঠে আসায় অনেকেই বলছেন, টালিগঞ্জে হৈমন্তী একজনের সঙ্গে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন।

হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷
হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। গোপাল দলপতির সঙ্গে যোগসূত্র ধরেই হৈমন্তীর নাম প্রকাশ্যে এসেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ হৈমন্তীর নাম প্রকাশ্যে নিয়ে এসেছেন।
টলিউডের মডেল- অভিনেত্রী হৈমন্তীর নাম নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসার পর টলিপাড়ার শোরগোল পড়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন পরিচালক অতনু বসু। অচেনা উত্তম ছবিতে একটি নার্সের চরিত্রে অভিনয় করেছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। ছোট্ট একটি সিনের জন্য তিন দিনের শ্যুটিং ছিল। উত্তমের চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু কী এমন ঘটল যে পরিচালক হৈমন্তীর দৃশ্য কেটে ছোট করে দিলেন ছবিতে?  এমন কি, বিরক্ত পরিচালক ডাবিংও করতে ডাকেননি হৈমন্তীকে!অন্য শিল্পীদের দিয়ে ডাবিং করে দৃশ্যটি ছবির সঙ্গে জোড়া হয়।
advertisement
advertisement
পরিচালক অতনু বসু নিউজ এইট্টিন বাংলাকে জানালেন, বাড়ির এক কাঠের মিস্ত্রির সিরাজের মারফত হৈমন্তী তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। হৈমন্তী তাঁর ছবিতে অভিনয় করতে চাইছিলেন। ফোন নম্বর জোগাড় করে অতনু বসুর সঙ্গে যোগাযোগ করেন হৈমন্তী। 'অচেনা উত্তম' ছবির টিম একটি ছোট্ট নার্সের চরিত্র জন্য তাকে সিলেক্ট করে। তিনদিনের শ্যুটিং হয়। পরিচালকের কথা অনুযায়ী, হৈমন্তীর অভিনয় বেশ নড়বড়ে ছিল । কিন্তু কাহিনিতে টুইস্ট তখনই আসে যখন হৈমন্তী পরিচালক অতনু ঘোষকে না জানিয়ে ছবির প্রযোজক অলকানন্দা আর্টসের প্রমোদ আনন্দের সঙ্গে পার্কস্ট্রিটের এক হোটেলে দেখা করেন এবং পরবর্তী ছবির জন্য এক অন্যপরিচালকের প্রস্তাব নিয়ে যান।
advertisement
পরিচালক অতনু বসুর মনে হয়েছে, এটা যেন কোথাও ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো বিষয় ছিল। তাঁর এই ব্যবহারে বিরক্ত হয়ে অতনু তাঁকে আর ডাবিংয়ের জন্য ডাকেননি এবং তাঁর ছবির দৃশ্যটিকেও এডিট করে যথাসম্ভব ছোট করে দেন।
অতনু বসুর আরও দাবি, 'আমি যে মেয়েটিকে কাজের সুযোগ করে দিলাম, তাঁর মধ্যে বিন্দুমাত্র পেশাদারিত্ব ছিল না। যে কিনা আমাকে না জানিয়ে আমার ছবি প্রযোজকের কাছে এক অন্য পরিচালকের হয়ে দরবার করতে চলে গেল। এটা আমার কাছে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় বহন করেছিল।' সেই অর্থে নিজেকেও প্রতারিত বলে মনে করছেন অচেনা উত্তমের পরিচালক অতনু বসু।
advertisement
হৈমন্তীর উত্থান অনেকটা ধুমকেতুর মতো।চোখে একরাশ স্বপ্ন নিয়ে মার্জার সরণী থেকে রুপোলি জগতে পা রেখেছিলেন বেহালার হৈমন্তী গঙ্গোপাধ্যায়। ২০১৮ সালে 'জাল' ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে দোলন রায়ের মতো অভিনেতারা সেই ছবিতে অভিনয় করেছিলেন। তারপর দু' একটা অনামী  ছবিতে দেখা গিয়েছিল হৈমন্তীকে। শোনা যায় এর পরেই নাকি কেরিয়ার গড়ার উচ্চাকাঙ্কা নিয়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন তিনি।
advertisement
আবার কেউ বলেন, তিনি নাকি 'জাল' ছবির প্রযোজকের সঙ্গিনী ছিলেন। টলিউডে কান পাতলে হৈমন্তীকে নিয়ে অনেক টক ঝাল মিষ্টি খবর রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গোপাল দলপতির সঙ্গে তাঁর নাম উঠে আসায় অনেকেই বলছেন, টালিগঞ্জে হৈমন্তী একজনের সঙ্গে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন। সেই ব্যক্তিই কি গোপাল দলপতি ছিলেন?
বিগত দু'বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির কারও সঙ্গে সেভাবে যোগাযোগ রাখেননি মডেল অ্যাক্টর হৈমন্তী। প্রায় দু' বছর আগে জাল ছবি পরিচালক শ্যামল বসুকে ফোন করে বলেছিলেন তাঁর হাতে প্রযোজক রয়েছে, একটি ছবি শ্যামল বসুর সঙ্গে তৈরি করতে চান। যেখানে হৈমন্তী নায়িকা হবেন। কিন্তু তারপর আর হৈমন্তী যোগাযোগ করেননি। ফোন নম্বরও বদলে ফেলেছেন। টলিউড ইন্ডাস্ট্রির যাঁদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল তাঁদের কারও সংস্পর্শে তিনি নেই। প্রায় কেউই জানেন না হঠাৎ করে ধুমকেতুর মত কোথায় উড়ে গেলেন হৈমন্তী।
advertisement
এখন প্রশ্ন উঠছে, প্রযোজক আছে বলে ছবি তৈরি করার জন্য হৈমন্তী পরিচালকদের সঙ্গে যোগাযোগ করছিলেন কি নিয়োগ দুর্নীতির টাকার ভরসাতেই? আরও বড় প্রশ্ন হৈমন্তের লিভ ইন পার্টনার কি গোপাল দলপতিই ছিলেন? তাহলে কি তার টাকাই টলিউডে ইনভেস্ট করার জন্য হৈমন্তী পথ খুঁজছিলেন?
হৈমন্তী টলিউড ইন্ডাস্ট্রিতে তারকা হতে এসেছিলেন। কিন্তু সেভাবে অভিনয় দক্ষতা ছিল না। তাই প্রযোজকদের সাহায্য নিয়ে বিকল্প পথ বেছে নিয়েছিলেন। হৈমন্তীকে নিয়ে এরকম আরও নানা কৌতুহলী প্রশ্ন রয়েছে। যা হয়তো এই নিয়োগ দুর্নীতি মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Haimanti Ganguly: ছবির পরিচালকের সঙ্গেও 'প্রতারণা', হৈমন্তীকে নিয়ে টালিগঞ্জেও অনেক টক-ঝাল-মিষ্টি গল্প
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement