গুটখা, পানমশালা নিষিদ্ধ বাংলায়, দিন ঘোষণা করল নবান্ন, কেনা-বিক্রি সব বন্ধ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gutkha- রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, ৭ নভেম্বর থেকে রাজ্যে গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি। আরও এক বছর নিষেধাজ্ঞা জারি থাকবে।
কলকাতা- উৎসবের মরশুম চলছে। এরই মধ্যে রাজ্য সরকারের আরও একটি বড়সড়া ঘোষণা। বাংলায় গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রি ও তৈরিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, ৭ নভেম্বর থেকে রাজ্যে গুটখা ও তামাকজাত পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি। আরও এক বছর নিষেধাজ্ঞা জারি থাকবে।
সেই বিবৃতিতে খাদ্যসুরক্ষার নির্দিষ্ট ধারা উল্লেখ করা হয়েছে। তামাক ও নিকোটিন জাতীয় জিনিস ব্যবহার করা হয় যে সব পণ্যে সেগুলি স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। তাই পানমশলা, গুটখার বিক্রি, মজুতকরণ, নিষিদ্ধ করা হচ্ছে একবছরের জন্য।
advertisement
advertisement
আরও পড়ুন- জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ‘অপমৃত্যু’ ঘটাল কে? বিস্ফোরক তথ্য শুভেন্দু অধিকারীর
২০১১ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি-র বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা-র বিভিন্ন ধারায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
২০০৬ সালে কেন্দ্রের তরফে খাদ্য সুরক্ষা ও গুণমান আইন অনুযায়ী নিকোটিন বা তামাকযুক্ত পণ্য ক্ষতিকারক বলে ঘোষণা করার পর থেকে দেশের একাধিক রাজ্যে সেগুলি ক্রয় ও বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাতেও গুটখা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল।
advertisement
বাংলার কোথাও ৭ নভেম্বর থেকে গুটখা, পানমশলা পাওয়া যাবে না। তা মজুত করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। বহু মানুষ পানমশলা, গুটখার নেশায় আসক্ত। এমনকী অনেকে সেগুলি প্রস্তুতকারক সংস্থার কাজেও যুক্ত।
আরও পড়ুন- শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত ‘দানা’! কলকাতায় কি ফের দুর্যোগের মেঘ? রইল আপডেট
বহু দোকানে বিক্রি হয় এই পান মশলা ও গুটখা। ফলে বহু মানুষের পেশাগতভাবে সমস্যায় পড়তে হবে। তবে চারপাশে গুটখার পিক ফেলার ছবিটা এবার বদলাবে বলে মনে করছেন অনেকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 27, 2024 5:51 PM IST