Suvendu Adhikari: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের 'অপমৃত্যু' ঘটাল কে? বিস্ফোরক তথ্য শুভেন্দু অধিকারীর

Last Updated:

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কথায়, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বৈঠক করা ঠিক হয়নি। জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসাটাই বড় ভুল।

বিস্ফোরক শুভেন্দু অধিকারী
বিস্ফোরক শুভেন্দু অধিকারী
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বঙ্গ সফরের মাঝেই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকারী। ‘বাম এবং অতিবামেরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অপমৃত্যু ঘটিয়েছে। চিকিৎসকদের আন্দোলনের শুরুটা ভাল হয়েছিল, কিন্তু ফিনিশিংটা খুব খারাপ।’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর কথায়, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে বৈঠক করা ঠিক হয়নি। জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসাটাই বড় ভুল। বাম এবং অতিবামেরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ভুল পথে পরিচালিত করেছে। রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপিকে বাদ দিয়ে সরকারকে চাপে ফেলা যাবে না। আমরা কালীপুজোর পর আরজিকর ইস্যুতে বড়সড় আন্দোলনে নামছি। ইতিমধ্যেই আমাদের ৫০ লক্ষ গণ স্বাক্ষর সংগ্রহ প্রক্রিয়া শেষ হয়েছে। সেই গণস্বাক্ষর এক কোটি পূর্ণ করে আমরা শীঘ্রই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে গিয়ে জমা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করব।”
advertisement
advertisement
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে কলকাতায় বড় জমায়েত হবে। জুনিয়র চিকিৎসকদের পাল্টা ওয়েস্ট বেঙ্গল ডক্টর অ্যাসোসিয়েশন নিয়েও কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূল কংগ্রেস ওই সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছে। ওসব করে কোনও লাভ হবে না।’
advertisement
এদিন শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিউটাউনের বাসভবনে যৌথ সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘বাংলায় থ্রেট কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়।’ প্রসঙ্গত, রবিবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখানেই তাঁরা দুজন একসঙ্গে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত- শুভেন্দু।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের 'অপমৃত্যু' ঘটাল কে? বিস্ফোরক তথ্য শুভেন্দু অধিকারীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement