Chief Justice DY Chandrachud: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আগে কী করতেন, জানেন? শুনলে কিন্তু চমকে উঠবেন! অনেকেই শুনেছেন, কিন্তু জানেন না 'সেই' ব্যক্তিই চন্দ্রচূড়

Last Updated:
Chief Justice DY Chandrachud: নস্টালজিয়া থেকেই প্রথম জীবনের কিছু টুকরো স্মৃতি তুলে ধরেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
1/7
মাল্টিটাস্কিং করতে তিনি বরাবরই পছন্দ করেন। আইনেও আছেন আবার গানেও। মানে গান শুনতে এবং শোনাতে খুবই পছন্দ করেন। গানের দু’কলি কানে গেলেই নস্টালজিক হয়ে পড়েন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই নস্টালজিয়া থেকেই প্রথম জীবনের কিছু টুকরো স্মৃতি তুলে ধরেছেন প্রধান বিচারপতি।
মাল্টিটাস্কিং করতে তিনি বরাবরই পছন্দ করেন। আইনেও আছেন আবার গানেও। মানে গান শুনতে এবং শোনাতে খুবই পছন্দ করেন। গানের দু’কলি কানে গেলেই নস্টালজিক হয়ে পড়েন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই নস্টালজিয়া থেকেই প্রথম জীবনের কিছু টুকরো স্মৃতি তুলে ধরেছেন প্রধান বিচারপতি।
advertisement
2/7
একটা সময় রেডিও জকি ছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি চন্দ্রচূড় বলছেন, তখন বয়স কুড়ির কোঠায়। আইন-আদালতের কাজ শিখতে শুরু করেছেন। সেই দায়িত্ব সামলানোর পাশাপাশিই রেডিও জকির কাজ নিয়েছিলেন তিনি। সেটা ছিল নিতান্তই শখ পূরণ।
একটা সময় রেডিও জকি ছিলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিচারপতি চন্দ্রচূড় বলছেন, তখন বয়স কুড়ির কোঠায়। আইন-আদালতের কাজ শিখতে শুরু করেছেন। সেই দায়িত্ব সামলানোর পাশাপাশিই রেডিও জকির কাজ নিয়েছিলেন তিনি। সেটা ছিল নিতান্তই শখ পূরণ।
advertisement
3/7
অল ইন্ডিয়া রেডিওতে জকি হিসেবে কাজ করেছেন বহুদিন। অনেকেই ব্যাপারটা জানেন না। তাঁর গলা জনপ্রিয় হলেও, পরিচয় সামনে আসেনি কখনওই। অল ইন্ডিয়া রেডিওতে তাঁর অনেক হিট প্রোগ্রামও আছে, যেমন– ‘প্লে ইট কুল’, ‘ডেট উইথ ইউ’, ‘সানডে রিকুয়েস্ট’।
অল ইন্ডিয়া রেডিওতে জকি হিসেবে কাজ করেছেন বহুদিন। অনেকেই ব্যাপারটা জানেন না। তাঁর গলা জনপ্রিয় হলেও, পরিচয় সামনে আসেনি কখনওই। অল ইন্ডিয়া রেডিওতে তাঁর অনেক হিট প্রোগ্রামও আছে, যেমন– ‘প্লে ইট কুল’, ‘ডেট উইথ ইউ’, ‘সানডে রিকুয়েস্ট’।
advertisement
4/7
সম্প্রতি অল ইন্ডিয়া রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডিওয়াই চন্দ্রচূড় তাঁর কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করেন। জানান সেই সময়কার কালজয়ী প্রেজেন্টারদের সঙ্গে তাঁর সমীকরণের কথা। জানালেন কারা তাঁর অনুপ্রেরণা ছিল।
সম্প্রতি অল ইন্ডিয়া রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডিওয়াই চন্দ্রচূড় তাঁর কেরিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে করেন। জানান সেই সময়কার কালজয়ী প্রেজেন্টারদের সঙ্গে তাঁর সমীকরণের কথা। জানালেন কারা তাঁর অনুপ্রেরণা ছিল।
advertisement
5/7
ডিওয়াই চন্দ্রচূড় জানান তাঁর অন্যতম অনুপ্রেরণা ছিলেন দেবকী নন্দন পান্ডে। তাঁর বলা সেই আইকনিক কথা, 'এটা আকাশবাণী। আর আপনারা সংবাদ শুনুন দেবকী নন্দন পান্ডের থেকে' তাঁর আজও মনে আছে বলে স্মৃতিচারণা করেন প্রধান বিচারপতি। এই ঘোষণা তাঁর ছোটবেলায় জীবনে দারুণ প্রভাব ফেলেছিল বলেও জানান তিনি।
ডিওয়াই চন্দ্রচূড় জানান তাঁর অন্যতম অনুপ্রেরণা ছিলেন দেবকী নন্দন পান্ডে। তাঁর বলা সেই আইকনিক কথা, 'এটা আকাশবাণী। আর আপনারা সংবাদ শুনুন দেবকী নন্দন পান্ডের থেকে' তাঁর আজও মনে আছে বলে স্মৃতিচারণা করেন প্রধান বিচারপতি। এই ঘোষণা তাঁর ছোটবেলায় জীবনে দারুণ প্রভাব ফেলেছিল বলেও জানান তিনি।
advertisement
6/7
এছাড়াও তিনি কথা প্রসঙ্গে পামেলা সিং, লতিকা রত্নম, প্রমুখের কথাও বলেন। ডিওয়াই চন্দ্রচূড়ের মা একজন খ্যাতনামা ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী ছিলেন। তিনি তাঁকে তাঁর স্কুল জীবনের সময় মুম্বইয়ের অল ইন্ডিয়া রেডিওর স্টুডিওতে নিয়ে যেতেন। সেখান থেকেই ধীরে ধীরে গোটা বিষয়ে আগ্রহ জন্মায় ডিওয়াই চন্দ্রচূড়ের।
এছাড়াও তিনি কথা প্রসঙ্গে পামেলা সিং, লতিকা রত্নম, প্রমুখের কথাও বলেন। ডিওয়াই চন্দ্রচূড়ের মা একজন খ্যাতনামা ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী ছিলেন। তিনি তাঁকে তাঁর স্কুল জীবনের সময় মুম্বইয়ের অল ইন্ডিয়া রেডিওর স্টুডিওতে নিয়ে যেতেন। সেখান থেকেই ধীরে ধীরে গোটা বিষয়ে আগ্রহ জন্মায় ডিওয়াই চন্দ্রচূড়ের।
advertisement
7/7
১৯৭৫ সালে দিল্লি যাওয়ার পর তিনি আকাশবাণীতে অডিশন দেন এবং নির্বাচিত হন। এরপর তাঁর কেরিয়ার শুরু হয় এয়ার প্রেজেন্টার হিসেবে। শুরুর দিকে তিনি হিন্দি এবং ইংরেজি দুই বিষয়েই অনুষ্ঠান সঞ্চালনা করতেন। এসবের হাত ধরেই তাঁর সঙ্গে তাঁর শ্রোতাদের একটা দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল বলেও জানান তিনি।
১৯৭৫ সালে দিল্লি যাওয়ার পর তিনি আকাশবাণীতে অডিশন দেন এবং নির্বাচিত হন। এরপর তাঁর কেরিয়ার শুরু হয় এয়ার প্রেজেন্টার হিসেবে। শুরুর দিকে তিনি হিন্দি এবং ইংরেজি দুই বিষয়েই অনুষ্ঠান সঞ্চালনা করতেন। এসবের হাত ধরেই তাঁর সঙ্গে তাঁর শ্রোতাদের একটা দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল বলেও জানান তিনি।
advertisement
advertisement
advertisement