বাংলার পর্বতারোহীদের জন্য দারুণ খবর, গুপ্তপর্বত সামিটে সফল সোনারপুর আরোহীর সদস্যরা

Last Updated:

মঙ্গলবার সকালে সেই সামিট সম্পূর্ণ করলেন মোট ৯ জন পর্বতারোহী। ৬,১৫৯ মিটার উচ্চতার এই পর্বত সামিট অত্যন্ত কঠিন। কোনও বাঙালি পর্বতারোহীরা প্রথম এই সামিট করলেন।

গুপ্তপর্বত সামিটে সফল সোনারপুর আরোহীর সদস্যরা
গুপ্তপর্বত সামিটে সফল সোনারপুর আরোহীর সদস্যরা
আবীর ঘোষাল, কলকাতা: বাংলার পর্বতারোহীদের জন্য দারুণ খবর। গুপ্তপর্বত সামিটে সফল সোনারপুর আরোহীর সদস্যরা। অত্যন্ত কঠিন এই পর্বতারোহণ। মঙ্গলবার সকালে সেই সামিট সম্পূর্ণ করলেন মোট ৯ জন পর্বতারোহী। ৬,১৫৯ মিটার উচ্চতার এই পর্বত সামিট অত্যন্ত কঠিন। কোনও বাঙালি পর্বতারোহীরা প্রথম এই সামিট করলেন।
গুপ্ত পর্বতও সত্যিই যেন গুপ্ত! এর উচ্চতা ৬ হাজার ১৫৯ মিটার। বিভিন্ন সময় পরিব্রাজক ও অভিযাত্রীরা এই পর্বতের কথা জানালেও এখনও পর্যন্ত এর কোনও ছবি নেই। লে-মানালি জাতীয় সড়ক থেকে ৪ কিলোমিটার এবং অটলবিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যালায়েড স্পোর্টসের বেস ক্যাম্পের পাশেই অবস্থিত এই দু’টি পর্বত।
advertisement
advertisement
advertisement
রুদ্রপ্রদাস হালদারের নেতৃত্বে এই পর্বতারোহী দলে ছিলেন সত্যরূপ সিদ্ধান্ত, চয়ন চট্টোপাধ্যায়, দেবাশিস মজুমদার, তুহিন ভট্টাচার্য, নৈতিক নস্কর, ডাঃ উদ্দীপন হালদার, দীপাশ্রী পাল ও নন্দিশ কালিমানি। গত ৩০ মে তাঁরা রওনা দিয়েছিলেন। অভিযাত্রীদের শুভেচ্ছা জানান বসন্ত সিংহ রায়, রানা নাথ, প্রভাতকুমার গঙ্গোপাধ্যায় প্রমুখ। প্রসঙ্গত এর আগে প্রথম ভারতীয় হিসেবে গতবছর মাউন্ট ব্রহ্মা জয় করেছিল সোনারপুর আরোহী। ২০২২ সালে মাউন্ট ইন্দ্রাসন ও দেওট্টিব্বা আরোহণ করেছিলেন তাঁরা।এবার আরও একটি বিশ্ব রেকর্ড তাদের ঝুলিতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলার পর্বতারোহীদের জন্য দারুণ খবর, গুপ্তপর্বত সামিটে সফল সোনারপুর আরোহীর সদস্যরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement