বাংলার পর্বতারোহীদের জন্য দারুণ খবর, গুপ্তপর্বত সামিটে সফল সোনারপুর আরোহীর সদস্যরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
মঙ্গলবার সকালে সেই সামিট সম্পূর্ণ করলেন মোট ৯ জন পর্বতারোহী। ৬,১৫৯ মিটার উচ্চতার এই পর্বত সামিট অত্যন্ত কঠিন। কোনও বাঙালি পর্বতারোহীরা প্রথম এই সামিট করলেন।
আবীর ঘোষাল, কলকাতা: বাংলার পর্বতারোহীদের জন্য দারুণ খবর। গুপ্তপর্বত সামিটে সফল সোনারপুর আরোহীর সদস্যরা। অত্যন্ত কঠিন এই পর্বতারোহণ। মঙ্গলবার সকালে সেই সামিট সম্পূর্ণ করলেন মোট ৯ জন পর্বতারোহী। ৬,১৫৯ মিটার উচ্চতার এই পর্বত সামিট অত্যন্ত কঠিন। কোনও বাঙালি পর্বতারোহীরা প্রথম এই সামিট করলেন।
গুপ্ত পর্বতও সত্যিই যেন গুপ্ত! এর উচ্চতা ৬ হাজার ১৫৯ মিটার। বিভিন্ন সময় পরিব্রাজক ও অভিযাত্রীরা এই পর্বতের কথা জানালেও এখনও পর্যন্ত এর কোনও ছবি নেই। লে-মানালি জাতীয় সড়ক থেকে ৪ কিলোমিটার এবং অটলবিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যালায়েড স্পোর্টসের বেস ক্যাম্পের পাশেই অবস্থিত এই দু’টি পর্বত।
advertisement
advertisement

advertisement
রুদ্রপ্রদাস হালদারের নেতৃত্বে এই পর্বতারোহী দলে ছিলেন সত্যরূপ সিদ্ধান্ত, চয়ন চট্টোপাধ্যায়, দেবাশিস মজুমদার, তুহিন ভট্টাচার্য, নৈতিক নস্কর, ডাঃ উদ্দীপন হালদার, দীপাশ্রী পাল ও নন্দিশ কালিমানি। গত ৩০ মে তাঁরা রওনা দিয়েছিলেন। অভিযাত্রীদের শুভেচ্ছা জানান বসন্ত সিংহ রায়, রানা নাথ, প্রভাতকুমার গঙ্গোপাধ্যায় প্রমুখ। প্রসঙ্গত এর আগে প্রথম ভারতীয় হিসেবে গতবছর মাউন্ট ব্রহ্মা জয় করেছিল সোনারপুর আরোহী। ২০২২ সালে মাউন্ট ইন্দ্রাসন ও দেওট্টিব্বা আরোহণ করেছিলেন তাঁরা।এবার আরও একটি বিশ্ব রেকর্ড তাদের ঝুলিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2024 6:48 PM IST