দাবীদারহীন বন্দুক বিক্রি হত চড়া দামে!এসটিএফের জালে বিবাদি বাগের অস্ত্র বিপণনির মালিক!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
অস্ত্র বিপণিতে ভাড়া নেওয়া অস্ত্রভাণ্ডারে থাকা দাবিদারহীন বন্দুক চড়া দামে বিক্রি করা হয়েছে, বহু বছর ধরে এই বিপণির অস্ত্রভাণ্ডারে থাকা প্রচুর একনলা ও দোনলা বন্দুক রাখা ছিল।
কলকাতা: অস্ত্র বিপণিতে ভাড়া নেওয়া অস্ত্রভাণ্ডারে থাকা দাবিদারহীন বন্দুক চড়া দামে বিক্রি করা হয়েছে, বহু বছর ধরে এই বিপণির অস্ত্রভাণ্ডারে থাকা প্রচুর একনলা ও দোনলা বন্দুক রাখা ছিল।
লাইসেন্সধারী বন্দুকের মালিক এই বিপণিতে অস্ত্রভাণ্ডার ভাড়া নিয়ে সেখানে বন্দুক রাখতেন। এসটিএফ সূত্রের দাবি, বন্দুকের মালিক হয় মারা গেছেন বা লাইসেন্স পুনর্নবীকরণ না করার কারণে বন্দুক ফেরত নেননি। সেগুলোই বেছে বেছে বিক্রি হয়েছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে।
নিয়ম অনুযায়ী কোনও অস্ত্র বিপণির ভাড়া করা অস্ত্রভাণ্ডারে রাখা বন্দুক দীর্ঘদিন কোনও দাবিদার না থাকে, তাহলে ওই বন্দুক যার নামে লাইসেন্স আছে, সেই ব্যক্তি যে জেলার বাসিন্দা ওই জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করে সেখানে হস্তান্তর করতে হয় বিপণির মালিককে।
advertisement
advertisement
এসটিএফ তদন্তে উঠে এসেছে বিবাদি বাগের এই বিপণির মালিক আইন লঙ্ঘন করেছেন। তাঁদের অস্ত্রভাণ্ডারে থাকা বহুযুগ পুরোনো অস্ত্র বিক্রি করে দেওয়া হয়েছে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে। বাজেয়াপ্ত ৪১ টি আগ্নেয়াস্ত্র ফরেন্সিক ও ব্যালেস্টিক পরীক্ষায় পাঠাতে চলেছে এসটিএফ।
এই পরীক্ষার মাধ্যমে স্পষ্ট হবে এই আগ্নেয়াস্ত্র গুলো কত পুরোনো। শেষ কবে ব্যবহার হয়েছে অর্থাৎ গুলি চলেছে- এই বিষয়গুলো পরীক্ষা করা হবে। এই বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রগুলোর লাইসেন্স কাদের নামে আছে তা জানার চেষ্টা চলছে । এই বন্দুক গুলোর সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছেন বিপণির মালিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 5:19 PM IST