শিক্ষামূলক ভ্রমণে গেলে স্কুল কলেজগুলিকে মানতেই হবে এই নিয়ম

Representational Image

Representational Image

শিক্ষামূলক ভ্রমণে গেলে স্কুল কলেজগুলিকে মানতেই হবে এই নিয়ম

  • Last Updated :
  • Share this:

     #কলকাতা: রাজ্য জুড়ে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার। কিন্তু তবুও আটকানো যাচ্ছে না দুর্ঘটনা। শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে তাই এবার বেশকিছু নিয়ম আনছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলার প্রতিটি স্কুল কলেজে লিখিত ভাবেই পাঠানো হচ্ছে সেই নির্দেশিকা। পুলিশের মতে এর ফলে কমবে দুর্ঘটনার হার।

    শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রেও অনেক সময় অসাবধনতা বশত ঘটে যায় দুর্ঘটনা। তাই দুর্ঘটনার হার কমাতে এবার সচেষ্ট হচ্ছে পুর্ব মেদিনীপুর জেলা পুলিশ। ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে বেশকিছু নিয়ম তৈরি করেছে জেলা পুলিশ।

    গাড়ি চালানোর সময় কথা না বলা। জোরে গান না বাজানো। দূরের ভ্রমণে দুজন চালক থাকা সহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এর ফলে ছাত্র-ছাত্রীদের ভ্রমণ আরও নিরাপদ হবে বলেই জানাচ্ছেন শিক্ষিকারা।

    জেলার প্রতিটি স্কুল, কলেজে লিখিত ভাবেই পাঠিয়ে দেওয়া হচ্ছে এই নির্দেশিকা। স্থানীয় থানার মারফতই এই নির্দেশিকা পাঠানো হচ্ছে। যাতে শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে আরও সচেতন হয় স্কুলগুলি।

    First published:

    Tags: Educational Tour, Guideline, Safe drive save life