#কলকাতা: শ্রম দিবসের দিনেই রাজ্যে প্রথম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শুরু হল শ্রমিকদের প্রতিবাদ আন্দোলন ৷১০ বছর ধরে চলে আসছে ডিউটি রোস্টার ৷ সম্প্রতি কিছু বদল আনা হয়ে সেই রোস্টারে ৷ কেন এই পরিবর্তন ? এই প্রশ্ন তুলে আন্দোলন শুরু করলেন শম্ভূনাথ পণ্ডিত বা এসএসকেএম হাসপাতালের ৮০০ ঠিকাকর্মী ৷
আরও পড়ুন:মিড ডে মিলের চাল যোগান নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর
নতুন রোস্টারের বিরোধীতায় আজ থেকে আন্দোলন শুরু করলেন হাসপাতালের গ্রুপ ডি ও নিরাপত্তারক্ষীরা ৷ তাঁদের অভিযোগ ডিউটি রোস্টার বদল করায় বিপাকে পড়েছেন মহিলা কর্মীরা ৷ চক্রান্ত করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ ৷ এমনকী নতুন রোস্টারে শ্রমিক আইন মানা হয়নি বলেও অভিযোগ তোলেন কর্মীরা ৷ আন্দোলনে সমস্যা না মিটলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তাঁরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agitation, Group D, Protest, SSKM Hospital