পুজোর সময় দর্শনার্থীদের জন্য বিরাট সুবিধা... মেট্রো রেলওয়ে 'ট্যুরিস্ট স্মার্ট কার্ড' কী জানেন? সীমাহীন 'ভ্রমণ'
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আসন্ন দুর্গাপুজোর সময়ে বিপুলসংখ্যক পর্যটক-দর্শনার্থীদের ভ্রমণ সহজতর করার জন্য, মেট্রো রেলওয়ে, কলকাতা ট্যুরিস্ট স্মার্ট কার্ডধারীদের জন্য যথাক্রমে ২৫০ এবং ৫৫০ টাকা খরচে ৩ এবং ৫ দিনের জন্য সীমাহীন ভ্রমণের সুবিধা প্রদান করছে।
কলকাতা: গতবছর দুর্গাপুজোর দিনগুলিতে মেট্রো রেলওয়ে কলকাতা প্রতিদিন ৯ লক্ষেরও বেশি যাত্রী পরিবহণ করেছিল। চলতি বছর বিভিন্ন করিডোরে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের কারণে পুজোর দিনগুলিতে যাত্রী সংখ্যা প্রতিদিন ১১ থেকে ১২ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। আসন্ন দুর্গাপুজোর সময়ে বিপুলসংখ্যক পর্যটক-দর্শনার্থীদের ভ্রমণ সহজতর করার জন্য, মেট্রো রেলওয়ে, কলকাতা ট্যুরিস্ট স্মার্ট কার্ডধারীদের জন্য যথাক্রমে ২৫০ এবং ৫৫০ টাকা খরচে ৩ এবং ৫ দিনের জন্য সীমাহীন ভ্রমণের সুবিধা প্রদান করছে। এই কার্ডগুলি এখন মেট্রো স্টেশনের সমস্ত বুকিং কাউন্টারে পাওয়া যাচ্ছে।
মেট্রো রেলের আধিকারিকরা জানাচ্ছেন বুকিং কাউন্টারে ভিড় এড়াতে, যাত্রীদের অনুরোধ করছি যে তারা ট্যুরিস্ট স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড ব্যবহার করুন এবং আমার কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে টিকিট বুক করুন যাতে সময় এবং অর্থ সাশ্রয় হয়। মেট্রো রেলওয়ে স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মূল্যের উপর ভাড়ায় ৫% ছাড় প্রদান করছে। সাম্প্রতিক সময়ে মেট্রো রেলওয়ে কলকাতায় যাত্রীরা ধীরে ধীরে স্মার্ট কার্ড কিনে স্মার্ট মোবাইল QR টিকিট বুক করে স্মার্ট ভ্রমণের দিকে ঝুঁকছেন।
advertisement
আরও পড়ুন: ৭৫ তম জন্মদিনেই সবচেয়ে বড় চমক দিলেন নরেন্দ্র মোদি! বিহার-বাংলা জয়ে লক্ষ্য মহিলা ভোট? রিটার্ন গিফটেই স্পষ্ট
গত ১১ দিনে মোট ২৪১৭০টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে এবং ৪.৫৬ লক্ষেরও বেশি যাত্রী এই মাসে স্মার্ট মোবাইল QR টিকিট বুক করেছেন। পুজো এগিয়ে এলেও তাই মেট্রোর পরিষেবা নিয়ে বিভ্রান্তি কাটছে না যাত্রীদের। পুজোর দিনগুলিতে যাত্রীদের বড় অংশ উত্তর-দক্ষিণ পথে সফরের জন্য মেট্রোর উপরেই নির্ভর করেন। তার মধ্যে পুজো-পর্বে কী ভাবে মেট্রো চলবে, তার হদিস জানতে না পারায় যাত্রীদের উদ্বেগ বাড়ছে। মেট্রোকর্তাদের অবশ্য দাবি, এ নিয়ে প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি নির্দিষ্ট সূচি জানানো হবে। পুজোর ভিড়ের মধ্যে যে কোনও আকস্মিক বিপত্তি পুরো মেট্রো পরিষেবাকে বিপর্যস্ত করতে পারে বলে মনে করছেন মেট্রোর কর্তারা। তবে কতটা সময়ের ব্যবধানে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তমকুমার এবং ফের ওই স্টেশন থেকে দক্ষিণেশ্বরঅ ভিমুখে মেট্রো ছুটবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না মেট্রোকর্তাদের কেউই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 9:05 AM IST