সিবিআই-রাজ্য সংঘাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল

Last Updated:
#কলকাতা: চরমে সিবিআই-রাজ্য সংঘাত ৷ রবিবার সন্ধেয় কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে ৪০ জনের সিবিআই বাহিনী। প্রয়োজনীয় নথি না থাকায় সিবিআইকে ঢুকতে দেয়নি পুলিশ। শেক্সপিয়ার সরণী থানায় নিয়ে যাওয়া হয় সিবিআই অফিসারদের। এরপরই সিবিআই দফতর ঘিরে ফেলে কলকাতা পুলিশ। এরই মধ্যে কলকাতায় সিবিআইয়ের সব অফিসেই পৌঁছে গিয়েছে পুলিশ। শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন।
কেন্দ্রের সিবিআই বনাম রাজ্যের পুলিশ। প্রশাসনিক সংঘাতের আবহ তৈরিই ছিল। তাকেই যেন রাজনৈতিক সংঘাতে পরিণত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা চাপ তৈরি করলেন কেন্দ্র ও সিবিআইয়ের ওপর। সিবিআই হানা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রীর।
advertisement
advertisement
এরপর সিবিআই হানার প্রতিবাদে মেট্রোর সামনে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সংক্রান্তে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করা হয় ৷ রাজনাথ সিং এদিন জানান যে ‘সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত ৷ সিবিআইকে কাজে বাধা দেওয়া হয়েছে ৷ তদন্তে অসহযোগিতা পুলিশ কমিশনারের ৷ বারবার ডাকা সত্ত্বেও সিপি আসেননি ৷ সিবিআই অফিসারদের নিরাপত্তা প্রশ্নের মুখে ? সিবিআই অফিসারদের থানায় নিয়ে যাওয়া হয় ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ৷’
advertisement
রিপোর্ট পাঠালেন রাজ্যপাল ৷ সিবিআই-রাজ্য সংঘাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল ৷ গতকালের ঘটনার রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল ৷ আইপিএসরাও ধরনায় ছিলেন ৷ রাজীব কুমার ছিলেন ধরনায় ৷
সে বিষয়েও রিপোর্টে উল্লেখ রাজ্যপালের ৷ সিবিআই অফিসারদের বাড়িতেও যায় পুলিশ ৷ তারও উল্লেখও রয়েছে রাজ্যপালের রিপোর্টে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিবিআই-রাজ্য সংঘাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement