মোদি বিরোধিতায় আবার সরব মমতা, ধর্নামঞ্চ থেকে কৃষকদের মহাসম্মেলনের ডাক
Last Updated:
মুখ্যমন্ত্রী বলেন, 'কৃষিজীবীদের সঙ্গে ভোটের আগে প্রতারণা করছে মোদি সরকার৷ ২০০৬ সালে এখানেই অনশন করেছিলাম৷ কৃষকদের জমি ফেরাতে ২৬ দিনের অনশন করেছিলাম৷'
#কলকাতা: কৃষকদের ঘুম কেড়েছে মোদি সরকার৷ হাজার হাজার কৃষক আত্মহত্যা করছেন৷ মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নেতাজি ইন্ডোরে তৃণমূল খেতমজুরদের সম্মেলনেরও ঘোষণা করেন মমতা৷
মুখ্যমন্ত্রী বলেন, 'কৃষিজীবীদের সঙ্গে ভোটের আগে প্রতারণা করছে মোদি সরকার৷ ২০০৬ সালে এখানেই অনশন করেছিলাম৷ কৃষকদের জমি ফেরাতে ২৬ দিনের অনশন করেছিলাম৷'
এরপরই কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, 'কৃষকবিমার টাকা দিচ্ছে রাজ্য৷ কৃষকবিমার টাকা কেন্দ্রের থেকে নেব না৷ ধান দিন, চেক নিন প্রথা রাজ্য সরকারই চালু করেছে৷ নোট বাতিলের জেরে দেশজুড়ে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ এই রাজ্যেই কৃষকদের আয় ৩ গুণ বেড়েছে৷'
advertisement
Location :
First Published :
February 04, 2019 12:18 PM IST