সিবিআই পদক্ষেপের বিরুদ্ধে এ বার হাইকোর্টে সিপি রাজীব কুমার
Last Updated:
সিবিআই পদক্ষেপের বিরুদ্ধে আর্জি জানিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷ কমিশনারের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট৷
#কলকাতা: সিবিআই পদক্ষেপের বিরুদ্ধে আর্জি জানিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷ কমিশনারের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট৷
পুলিশ কমিশনার হাইকোর্টে আবেদনে জানিয়েছেন, সিবিআই পদক্ষেপের স্থগিতাদেশ দেওয়া হোক৷ আগামিকাল অর্থাত্ মঙ্গলবার এই মামলার শুনানি হবে হাইকোর্টে৷
ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে সিবিআই৷ তদন্তের জন্য পুলিশ কমিশনার রাজীব কুমারের সহযোগিতা চায় সিবিআই৷ লগ্নি সংস্থার তদন্তে সাহায্য চায় সিবিআই৷ শীর্ষ আদালতের কাছে রাজীব কুমারকে সহযোগিতার নির্দেশ দেওয়ার আবেদন জানাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷
advertisement
Location :
First Published :
February 04, 2019 1:13 PM IST