বাংলার বিধ্বস্ত এলাকায় নামবে সেনা, নবান্নের সিদ্ধান্তকে সাধুবাদ রাজ্যপালের

Last Updated:

ভয়ঙ্কর দুর্যোগে সম্পূর্ণ তছনছ হয়ে যাওয়া রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এবার সেনার সাহায্য চাইল রাজ্য সরকার ৷

#কলকাতা: আমফানের দাপটে ছারখার রাজ্য ৷ রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এবার সেনার সাহায্য চাইল রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ ট্যুইট করে রাজ্য সরকারকে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যপাল ৷
শনিবার স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে সেনা তরফে সাহায্য চাওয়া হয় ৷ এর পরেই ট্যুইট করে রাজ্যপাল লেখেন, রাজ্য সরকার সেনার থেকে সাহায্য ও সহযোগিতা চেয়েছে ৷ এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় ৷ জনগণের কাছে এই কঠিন সময়ে ধৈর্য রাখার ও শান্ত থাকার অনুরোধ ৷ প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুত সহ সমস্ত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ৷
advertisement
৭২ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ ধ্বংস লীলা চালিয়ে বিদায় নিয়েছে আমফান ৷ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলার জেলাগুলি এখনও গুণে চলেছে শুধুই ক্ষয়ক্ষতির খতিয়ান ৷ ভয়ঙ্কর দুর্যোগে সম্পূর্ণ তছনছ হয়ে যাওয়া রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এবার সেনার সাহায্য চাইল রাজ্য সরকার ৷
advertisement
এদিন স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে সেনার সঙ্গে সঙ্গে রেল ও পোর্টকেও এগিয়ে আসতে আহবান জানানো হয়েছে ৷ বিভিন্ন দফতর থেকে কর্মী ও জিনিসপত্র পাঠানোর আবেদন স্বরাষ্ট্র দফতরের ৷ রাজ্যের এরকম বিপর্যয়ে ২৪ ঘণ্টা নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন কর্মীরা ৷ তবুও পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময়ের প্রয়োজন ৷ সেই কারণেই এরকম অসহায় পরিস্থিতিতে আরও কর্মীর জন্য সেনার কাছে সাহায্য চেয়েছে রাজ্য বলে জানা গিয়েছে ৷ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানানো হয়েছে ভারতীয় রেল ও পোর্টকেও ৷
advertisement
দুই ২৪ পরগণা সহ কলকাতা আমফানের দাপটে সম্পূর্ণ বিধ্বস্ত ৷ জায়গায় জায়গায় গাছ উপড়ে গিয়েছে ৷ ধ্বংস লক্ষাধিক বাড়ি ৷ নষ্ট মাঠের লক্ষ লক্ষ টাকার ফসল ৷ গ্রামাঞ্চলে তো দূরে খাস কলকাতা শহরেই বহু এলাকায় এখনও বিদ্যুত সংযোগ ফেরেনি ৷ আমফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ ২৪ পরগনা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতেই ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতিগ্রস্ত প্রায় ৭৬ লক্ষ মানুষ৷ উপড়ে গিয়েছে ৪১ হাজারের বেশি বিদ্যুতের খুঁটি৷ ৫৬টি নদীবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তার উপরে, আরও ৩২টি নদী বাঁধে ফাটল ধরেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জেলার ৩.২ লক্ষ মৎস্যজীবীও আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছেন৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলার বিধ্বস্ত এলাকায় নামবে সেনা, নবান্নের সিদ্ধান্তকে সাধুবাদ রাজ্যপালের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement