Chandranath Sinha: অনুমতি দিয়ে দিলেন রাজ্যপাল, আর বাধা রইল না ইডি-র! বড় বিপাকে রাজ্যের কোন মন্ত্রী?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
মন্ত্রীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেহিসেবি প্রায় দেড় কোটি টাকার হদিশ মেলে বলে দাবি করেছিল ইডি৷ এর পাশাপাশি মন্ত্রীর বাড়ি থেকেও নগদ চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
কলকাতা: বড়সড় বিপাকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা৷ রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ মন্ত্রীর বিরুদ্ধে এবার বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডি-কে অনুমতিদিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ এ দিন রাজ্যপাল নিজেই এ কথা জানিয়েছেন৷ রাজ্যপাল অনুমতি দেওয়ার ফলে এবার মন্ত্রীর বিরুদ্ধে এবার চার্জশিট জমা দিতে পারবে ইডি৷
আরও পড়ুন: অবশেষে কল্যাণের সঙ্গে একান্ত বৈঠকে অভিষেক! তারপরেই কল্যাণ যা বললেন, শুনে চমকে উঠবেন! কী হল জানেন?
নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তদন্ত করছিল ইডি৷ মন্ত্রীর বীরভূমের বাড়িতেও অভিযান চালিয়েছিল তারা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১৬ থেকে ২০২১-এর মধ্যেই টাকা জমা পড়েছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে। মন্ত্রীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেহিসেবি প্রায় দেড় কোটি টাকার হদিশ মেলে বলে দাবি করেছিল ইডি৷ এর পাশাপাশি মন্ত্রীর বাড়ি থেকেও নগদ চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যদিও মন্ত্রী কোনও ক্ষেত্রেই এই টাকার হিসেব বা আয়ের উৎস কী, তা জানাতে পারেননি বলে অভিযোগ ইডি-র৷ মন্ত্রীকে বেশ কয়েকবার তলব করে জেরাও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
advertisement
advertisement
এ প্রসঙ্গে রাজ্যপাল এ দিন বলেন, ‘ইডি ঘুষ নেওয়ার মামলায় ওনার বাড়িতে সঙ্গতিহীন অর্থ উদ্ধার করে। আমি সব নথি দেখেছি। আইনি পরামর্শ নিয়ে বিচার প্রক্রিয়া অনুমতি দিয়েছি।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 5:25 PM IST