লটারির লোভে খোয়ালেন ১২ লক্ষ টাকা, প্রতারণার শিকার সরকারি চিকিৎক
Last Updated:
#কলকাতা: নতুন কম্পিউটার কিনেই ইমেল আইডি এল পুরস্কার জেতার খবর। ইমেলে চার কোটি পয়ত্রিশ লাখ টাকা জেতার সুখবর পেয়েছিলেন সরকারি চিকিৎসক ৷ আর এই লটারির লোভেই ১২ লাখ টাকা খোয়ালেন বারাসতের সরকারি চিকিৎসক। আরও টাকা দাবি করলে নিজের ভুল বুঝতে পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ পারমিতা চট্টোপাধ্যায়।
সালটা ২০১৫। নতুন কম্পিউটার কেনেন পারমিতা। তৈরি করেন নিজের ইমেল আইডি। সেই ইমেলেই জানতে পারেন পাঁচশো হাজার পাউন্ড, অর্থাৎ চার কোটি পয়ত্রিশ লাখ টাকা লটারি জিতেছেন তিনি। ব্যাস। আর খবর নেওয়ার প্রয়োজনই বোধ করেননি।
আরবিআই-এর পরিচয় দিয়ে মাইকেল মরিসন নামে একজন নিয়মিত ফোন করতেন পারমিতাকে। ফোন আসত 12676578512 নম্বর থেকে। কখনও এটিএম অ্যাক্টিভেশন চার্জ, কখনও মানি লন্ডারিং সার্টিফিকেট, কখনও আবার ক্যুরিয়ার চার্জ হিসেবে দফায় দফায় টাকা দাবি করা হয় তাঁর কাছ থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন
না। তখনও সন্দেহ হয়নি সরকারি চিকিৎসকের। নিজের যা কিছু সম্বল তাই দিয়ে বারো দফায় ১২ লক্ষ টাকা পাঠান মরিসনের কাছে। পরিবার, বন্ধুদের কথা অগ্রাহ্য করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ব , বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ট্রান্সফার করেন পারমিতা। মঙ্গলবার ভোরে ফের পাঁচ লাখ টাকা দাবি করে ফোন আসে । তারপরই ফেরে হুঁশ। অবশেষে বারাসত থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন পারমিতা।
advertisement
লটারির এই ফাঁদ নতুন নয়। এই নিয়ে সচেতনতা প্রচারও রয়েছে। তবু অজ্ঞতা যে রয়েই গেছে, বারাসতের শিক্ষিত সরকারি চিকিৎসকের ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2018 6:41 PM IST