Gold Jewellery loot: শিয়ালদহে ভয়ঙ্কর জাল পাতা, ‘সরকারি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে...’, অভিনব কায়দায় সোনার গয়না উধাও! খুব সাবধান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Gold Jewellery loot: শহরে অভিনব কায়দায় কেপমারি। সরকারি প্রকল্পের টাকা দেওয়ার নামে দম্পতির থেকে সোনার গয়নার কেপমারির অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে পুলিশের জালে রিয়াজুল শেখ নামে এক ব্যক্তি।
কলকাতা: শহরে অভিনব কায়দায় কেপমারি। সরকারি প্রকল্পের টাকা দেওয়ার নামে দম্পতির থেকে সোনার গয়নার কেপমারির অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে পুলিশের জালে রিয়াজুল শেখ নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের টার্গেট ছিল রোগীর পরিজন ও শিয়ালদহ স্টেশনে আসা প্রবীন নাগরিকরা।
সরকারি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, এই টোপ দিয়ে সোনার গয়নার কেপমারির অভিযোগ। শিয়ালদা এলাকায় দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের টাকা, দিতে হবে লাইন। তবে লাইনে দাঁড়াতে গেলে সোনার গয়না পরে যাওয়া যাবে না, এই বলে টোপ দিয়ে এক দম্পতির কাছে থেকে সোনার গয়না কেপমারি করে অভিযুক্ত।
আরও পড়ুন: ট্রেন থেকে নামছেন মহিলা, পিঠে ছোট্ট ব্যাগ, সঙ্গে শিশু…ব্যাগ খুলতেই যা বেরলো! চক্ষু চড়কগাছ পুলিশের
advertisement
advertisement
৫ ডিসেম্বর গয়না খুইয়ে শনিবার এনআরএস হাসপাতালে এসে অভিযুক্তকে চিনে ফেলেন ওই দম্পতি। এরপর পুলিশে খবর দিলে এনআরএস থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত এনআরএস হাসপাতাল চত্বরেই থাকেন।
advertisement
অভিযোগ এনআরএস হাসপাতালে চিকিৎসা করাতে এলে রোগীর পরিজনদের টোপ দিয়ে লুট করত অভিযুক্ত। শিয়ালদা কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নিল এন্টালি থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতের টার্গেট ছিল রোগীর পরিজন ও শিয়ালদা স্টেশন আসা প্রবীন নাগরিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2024 4:07 PM IST