Maldah Station: ট্রেন থেকে নামছেন মহিলা, পিঠে ছোট্ট ব‍্যাগ, সঙ্গে শিশু...ব‍্যাগ খুলতেই যা বেরলো! চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

Maldah Station: পাঁচ বছরের ছেলের হাত ধরে ট্রেন থেকে নামছেন মহিলা। একেবারেই সাদাসিধে পোশাক মহিলার পিঠে ছোট্ট একটি সাইড ব্যাগ।

পুলিশ হেফাজতে অভিযুক্ত মহিলা
পুলিশ হেফাজতে অভিযুক্ত মহিলা
মালদহ: পাঁচ বছরের ছেলের হাত ধরে ট্রেন থেকে নামছেন মহিলা। একেবারেই সাদাসিধে পোশাক মহিলার পিঠে ছোট্ট একটি সাইড ব্যাগ। দূরপাল্লা ট্রেনের জেনারেল কামরা থেকে নামতেই মহিলাকে আটক করে জিআরপি থানার পুলিশ। ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। মহিলার ছোট্ট ব্যাগেই কোটি কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী। যা নিয়ে রীতিমতো এদিন তোলপাড় মালদহ টাউন স্টেশন।
ঘটনায় মহিলাকে গ্রেফতার করেছে মালদহ জিআরপি থানার পুলিশ। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে মহিলা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার নাম সামিনা খাতুন। স্বামী হজরত আলী পেশায় শ্রমিক। বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এলাকায়। মহিলা আসামের কামাক্ষা থেকে নিউ ফরাক্কা যাচ্ছিল। ডাউন কামাক্ষা-পুরি স্টেশনের যাত্রী ছিলেন সামিনা খাতুন।
advertisement
advertisement
ট্রেনের জেনারেল কামরায় ছিলেন ধৃত। মহিলার সঙ্গে ছিল পাঁচ বছরের ছেলে। গোপন সূত্রে মালদহ জিআরপি থানার পুলিশ জানতে পারে ডাউন কামাক্ষা-পুরি ট্রেনে কোটি টাকার মাদক চোরাপথে পাচার হচ্ছে। মালদহ টাউন স্টেশনে এদিন ট্রেনটি পৌঁছালেই জিআরপি পুলিশ কর্তারা তল্লাশি চালায়। এক নম্বর প্লাটফর্মে ট্রেনটি দাঁড়ায় ট্রেনের জেনারেল কামরায় কাছে সন্দেহজনক মহিলাকে আটক করে পুলিশ। মহিলার সাইড ব্যাগে ছিল একটি প্যাকেটে হেরোইন। তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে।
advertisement
প্রাথমিক তদন্তে জিআরপি থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত মহিলা কামাখ্যা থেকে ফারাক্কায় নিয়ে যাচ্ছিল মাদকের প্যাকেট। চোরা বাজার থেকে উদ্ধার হয়েছে ৫৯৪ গ্রাম হেরোইন। সূত্রের খবর, চোরা বাজারে যারা আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা।
advertisement
জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, উপযুক্ত মহিলা ব্রাউন সুগার পাচার চক্রের সঙ্গে জড়িত। কামাখ্যা থেকে কেউ বা কারা তাকে ব্রাউন সুগার গুলি ফারাক্কায় নিয়ে আসার জন্য দিয়েছিল। ফারাক্কায় পৌঁছে অন্য এক পাচারকারীর হাতে প্যাকেট তুলে দেওয়ার কথা ছিল অভিযুক্ত মহিলার। কিন্তু তার আগেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
advertisement
মালদহ জিআরপি থানার আইসি প্রশান্ত রায় বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি। মহিলার হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৯৪ গ্রাম হেরোইন। অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। মহিলাকে মালদহ জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করবে মালদহ জিআরপি থানার পুলিশ। মহিলার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।
advertisement
হরষিত সিংহ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maldah Station: ট্রেন থেকে নামছেন মহিলা, পিঠে ছোট্ট ব‍্যাগ, সঙ্গে শিশু...ব‍্যাগ খুলতেই যা বেরলো! চক্ষু চড়কগাছ পুলিশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement