Gas Price Hike: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ যুব কংগ্রেসের 

Last Updated:

সংগঠনের দাবি কেন্দ্র অবিলম্বে গ্যাসের উপর এই বর্ধিত মূল্য প্রত্যাহার করার ব্যবস্থা করুক

কলকাতা: রান্নার গ্যাসের দাম বাড়ার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চরাতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বেশ কয়েকটি রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলনও শুরু করেছে দেশজুড়ে। এই আন্দোলনেরই অংশ হিসেবে সোমবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসের যুব সংগঠন যুব কংগ্রেস। এদিন বেশ কিছু বিক্ষোভকারী মিছিল করে আসে রাজভবনের নর্থ গেটের সামনে।
বিক্ষোভের জন্য আগে থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মিছিল রাজভবনের গেটে আসার পর বিক্ষোভ দেখাতে শুরু করে যুব কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ রাজভবনের সামনে ব্যারিকেট করে। কিন্তু বিক্ষোভকারীরা সেই ব্যারিকেট ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এর পর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। তারপরই পুলিশ বিক্ষোভকারীদের সরানোর জন্য উদ্যোগ গ্রহণ করলে ফের এক দফা ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভকারীরা।
advertisement
advertisement
বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলতে থাকায় বন্ধ হয়ে যায় রাস্তা। আটকে পড়ে বহু গাড়ি। এরপর বিক্ষোভকারীদের গ্রেফতার করে ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। অনেককে কার্যত চ্যাংদোলা করে ভ্যানে তোলা হয়। বেশ কিছু বিক্ষোভকারী পরবর্তী দফায় বিক্ষোভ দেখালে তাদেরকেও গ্রেফতার করা হয়। যুব কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, "দেশে দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে। অথচ মানুষের রোজগার বৃদ্ধি পাচ্ছে না। তার উপর রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি তে সাধারণ মানুষ অনেকটাই সমস্যায় পড়বে। মানুষ কোথায় যাবে? এরকম চলতে থাকলে তো গ্যাসের জায়গায় আবার মানুষকে কয়লার উপর নির্ভর করতে হবে।
advertisement
তাই এই সব সাধারণ মানুষের কথা ভাবতে হবে কেন্দ্রের বিজেপি সরকারকেই। কারণ এটা কেন্দ্রেরই আওতায় পড়ে।" সংগঠনের দাবি কেন্দ্র অবিলম্বে রান্নার গ্যাসের উপর থেকে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করার ব্যবস্থা করুক। তা না হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনে নামার হুমকিও দিয়েছে যুব কংগ্রেস নেতৃত্ব
advertisement
UJJAL ROY
বাংলা খবর/ খবর/কলকাতা/
Gas Price Hike: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজভবনের সামনে বিক্ষোভ যুব কংগ্রেসের 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement