হোম » ছবি » দেশ » কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল আপডেট

Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

  • 110

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    নয়াদিল্লি: কাল ছিল দোল আর আজ  দেশজুড়ে পালিত হচ্ছে হোলি উৎসব। IMD-এর পূর্বাভাস অনুযায়ি অবশ্য সুসমাচার বিশেষ নেই৷  দেশের কিছু রাজ্যে হোলির মেজাজ থাকলেও আবহাওয়ার মুড খারাপ৷  আজ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে  সেখানেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

    MORE
    GALLERIES

  • 210

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    আবহাওয়া সংস্থা স্কাইমেট ওয়েদারের আপডেট অনুসারে, ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বা পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকাকে প্রভাবিত করতে পারে। একটি ঘূর্ণিঝড় দক্ষিণ রাজস্থান এবং সংলগ্ন এলাকায় প্রভাব বিস্তার করবে। উত্তর গোয়া থেকে ছত্তিশগড়ের দিকে ছুটে চলেছে । আগামী ২৪ ঘণ্টার মধ্যে, পশ্চিম হিমালয়ের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে।

    MORE
    GALLERIES

  • 310

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    এদিকে বুধবার কলকাতার আবহাওয়াতেও বদল, দোলের দিন ঝকঝকে রৌদ্রকরোজ্জ্বল দিন থাকলেও এদিন আকাশ মূলত মেঘলা থাকবে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৫২ শতাংশ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷

    MORE
    GALLERIES

  • 410

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে এদিনেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ এমনকি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে৷

    MORE
    GALLERIES

  • 510

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    পশ্চিম হিমালয় এবং সিকিমের কিছু অংশেও তুষারপাত হতে পারে। রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে এক বা দুই জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তামিলনাড়ুর কিছু জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে।

    MORE
    GALLERIES

  • 610

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    গত ২৪ ঘণ্টায় অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে হালকা বৃষ্টি হয়েছে। পশ্চিম মধ্যপ্রদেশ, রাজস্থানের বিচ্ছিন্ন অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গেছে। গুজরাত ও রাজস্থানেও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি দেখা গেছে।

    MORE
    GALLERIES

  • 710

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ৩০-৪০ কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো বাতাসে বইবে সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লির আকাশেও এদিন মেঘ-রোদের খেলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। হোলি উপলক্ষ্যে কোটা, জয়পুরের কিছু অংশ, আহমেদাবাদ, পুনে, নাসিক, নাগপুর, ভোপাল এবং ইনদওরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    MORE
    GALLERIES

  • 810

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তর প্রদেশ, সৌরাষ্ট্র ও কচ্ছের কিছু জায়গায় এবং পূর্ব মধ্যপ্রদেশ, গুজরাত অঞ্চল এবং কোঙ্কন ও গোয়ার এক বা দুই জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি। মৌসম বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৫ দিনে দেশের আবহাওয়ার  বিশেষ কোনও পার্থক্য থাকবে না। মধ্য ভারত, মহারাষ্ট্র ও গুজরাত  ছাড়াও সমগ্র দেশে সর্বোচ্চ তাপমাত্রার কোনো হ্রাস বা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই।

    MORE
    GALLERIES

  • 910

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    উত্তরপ্রদেশেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। লখনউ, কানপুর, প্রয়াগরাজ, গাজিয়াবাদ সহ কয়েকটি জেলায় শক্তিশালী থেকে মাঝারি গতিতে ঝোড়ো বাতাসে নাকাল হবে জীবন৷  এই  পরিস্থিতি জারি থাকবে আগামী ২ দিন। লখনউতে অবস্থিত জোনাল মেটিওরোলজিক্যাল সেন্টার কানপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করেছে।

    MORE
    GALLERIES

  • 1010

    Weather Alert: কলকাতার আকাশ ঢাকল মেঘে, নানা রাজ্যে ফের শিলাবৃষ্টির অ্যালার্ট,রইল মেগা আপডেট

    পশ্চিম উত্তরপ্রদেশেও  বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। রাজ্যের কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন মধ্যপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টির পরিস্থিতি তৈরি রয়েছে। আজ থেকে আবহাওয়া পূর্ব মধ্যপ্রদেশেও বদলাবে এমনকি   শিলাবৃষ্টিও হতে পারে।

    MORE
    GALLERIES