Garden Reach Gas Cylinder Blast: গার্ডেনরিচে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! জখম ১ শিশু-সহ ২২ জন! এসএসকেএমএ- ফিরহাদ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
Garden Reach Gas Cylinder Blast: গার্ডেনরিচের বিচালিঘাট রোডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত ২২ জন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি। এর মধ্যে এক শিশু-সহ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে।
কলকাতা: গার্ডেনরিচের বিচালিঘাট রোডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত ২২ জন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি। এর মধ্যে এক শিশু-সহ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ খাবার রান্না করা চলছিল। সেই সময় সিলিন্ডারের গ্যাস লিক করে এবং বিস্ফোরণ ঘটে।
আহতদের দেখতে রাতে এসএসকেএম হাসপাতালে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। জানা গিয়েছে এলাকাটি জনবহুল এবং ইফতারের সময় হওয়ায় আশেপাশে অনেকেই ছিলেন। পাশে দোকানপাট ছিল। সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পর আশেপাশের বাড়িতে আগুন লেগে যায়। এতেই আহত হন অনেকে।
advertisement
advertisement
ঘটনার পরেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের উদ্যোগে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের চিকিৎসা চলছে। সূত্রের খবর আহতদের মধ্যে যে শিশুটি রয়েছে তার দু'পা ও বাঁ হাতের বেশ খানিকটা পুড়ে গিয়েছে। গার্ডেনরিচ গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহতদের মধ্যে একজনের ৪৮% বার্ন ইঞ্জুরি রয়েছে, বাকি ৩ জনের ৩৫ -৪০% ইঞ্জুরি। বাকি ১৮ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে আপাতত। ফরেনসিক দল আগামিকাল সকালে ঘটনাস্থলে যাবে।
advertisement
প্রতিবেদন : ওঙ্কার সরকার ও সৌরভ তিওয়ারি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 11:36 PM IST