Indian Post Office: গঙ্গা জল বিক্রি করেই লাভের মুখ দেখছে পোস্ট অফিস! গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর মিলছে সবই..

Last Updated:

গঙ্গাসাগরের জলের চাহিদাও বাড়ছিল। সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার ইন্ডিয়া পোস্ট-এর নতুন উদ্যোগ৷ এবার পোস্ট অফিসে পাওয়া যাবে গঙ্গা সাগরের গঙ্গাজলও।

কলকাতা:  গঙ্গার জল ছাড়া কোনও পুজোই সম্ভব নয়। আর সেই গঙ্গার জল যদি মেলে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে অথবা অনলাইনের এক ক্লিকে, তাহলে তো কথাই নেই। গঙ্গোত্রী, হৃষীকেশ এবং হরিদ্বারের গঙ্গার জল আগেই পোস্ট অফিসের মাধ্যমে পাওয়া যেত। চাহিদার কথা মাথায় রেখে এবার গঙ্গাসাগরের গঙ্গাজলও দেওয়ার ব্যবস্থা করল পোস্ট অফিস।
কথায় আছে গঙ্গা জলে গঙ্গা পুজো! গঙ্গা পুজো হোক বা হিন্দু ধর্মের যে কোনও পুজো অর্চনা, গঙ্গা জল ছাড়া কখনওই সম্পূর্ণ হয় না৷ এর মধ্যে গঙ্গোত্রী, হৃষীকেশ এবং হরিদ্বার কিংবা গঙ্গাসাগরের জল আরও পবিত্র হিসাবে বিবেচিত হয়৷ কিন্তু, সকলের কি সৌভাগ্য হয় এই সমস্ত পুণ্যস্থানে পৌঁছনো এবং সেখান থেকে পবিত্র গঙ্গার জল সংগ্রহ করে আনা!
advertisement
আরও পড়ুন: ‘ফ্লাইট বুক করে দিল্লি যান…,’ রাজ্যপালকে পরামর্শ, ৩৫৫ ধারা জারি নিয়ে জোরাল সওয়াল শুভেন্দুর!
এই কথা মাথায় রেখে আগেই গঙ্গোত্রী, হরিদ্বার এবং হৃষীকেশের জল বোতল বন্দি করে রাখা শুরু করেছিল পোস্ট অফিস। পোস্ট অফিসে নির্দিষ্ট মূল্য ধরে দিলেই মিলত সেই গঙ্গাজল৷  তবে, এরাজ্যের দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের জল পাওয়া যেত না।
advertisement
advertisement
অথচ, গঙ্গাসাগরের জলের চাহিদাও বাড়ছিল। সেই চাহিদার কথা মাথায় রেখেই এবার ইন্ডিয়া পোস্ট-এর নতুন উদ্যোগ৷ এবার পোস্ট অফিসে পাওয়া যাবে গঙ্গা সাগরের গঙ্গাজলও।
আজ সোমবার থেকে কলকাতার ১০ টি পোস্ট অফিসে পাওয়া যাবে গঙ্গাসাগরের গঙ্গাজল। মূল্য ৩০ টাকায় ২৫০ মিলি লিটার৷ আগামী এক সপ্তাহের মধ্যেই গঙ্গাসাগরের এই গঙ্গাজল পাওয়া যাবে রাজ্যের প্রায় এক হাজারটির বেশি পোস্ট অফিসে। এছাড়াও, ইন্ডিয়া পোস্ট এর ওয়েবসাইট থেকে এক ক্লিকে ই-অর্ডার করা যাবে গঙ্গাসাগরের গঙ্গা জলের।
advertisement
আরও পড়ুন: কেন্দ্র-কমিশন টানাপড়েনে অবশেষে ইতি! পঞ্চায়েতে থাকছে ৮২২ কোম্পানি বাহিনী-ই, রাজ্য আসছে কবে?
অনলাইনের ক্ষেত্রে ৩০ টাকার সঙ্গে শুধুমাত্র শিপিং চার্জটুকু দিলেই বাড়িতে পৌঁছে যাবে গঙ্গাসাগরের গঙ্গাজল। ইন্ডিয়া পোস্টের তরফে পোস্টমাস্টার জেনারেল অনিল কুমার বলেন, “গত আর্থিক বছরে প্রায় ৪ লক্ষ বোতলের গঙ্গোত্রী, হৃষীকেশ এবং হরিদ্বারের এর গঙ্গাজল বিক্রি হয়েছে। ১৬ লক্ষ থেকে ১৭ লক্ষ টাকার লাভ হয়েছে পোস্ট অফিসের। আগের দাম অর্থাৎ বোতল প্রতি ৩০ টাকায় ২৫০ এম এল হিসেবে আগামী দিনে গঙ্গা সাগরের জলও একই ভাবে বিক্রি হবে বলে আশা করছি।”
advertisement
ওঙ্কার সরকার
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Post Office: গঙ্গা জল বিক্রি করেই লাভের মুখ দেখছে পোস্ট অফিস! গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর মিলছে সবই..
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement