আড়াই ঘণ্টার জমজমাট গঙ্গা বিহার ! থাকছে গঙ্গারতি, বাউল গান ও খাবার, দাম সাধ্যের মধ্যেই
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
টিকিট মাত্র ২৯৯ টাকা। এর আগে রাজ্য পরিবহণ দফতর এমন ক্রুজ পরিষেবা চালু করেছিল। এখনও মাঝে মধ্যে সেই ক্রুজ চলাচল করে। বিশেষ দিনে পরিষেবা পাওয়া যায় নতুন ভাবে।
আবীর ঘোষাল, কলকাতা: আড়াই ঘণ্টার গঙ্গা বিহারে থাকছে গঙ্গারতি, বাউল গান, সঙ্গে মুখরোচক খাবার। টিকিট মাত্র ২৯৯ টাকা। এর আগে রাজ্য পরিবহণ দফতর এমন ক্রুজ পরিষেবা চালু করেছিল। এখনও মাঝে মধ্যে সেই ক্রুজ চলাচল করে। বিশেষ দিনে পরিষেবা পাওয়া যায় নতুন ভাবে।
এবার গঙ্গা বিহারের আয়োজন করছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই বিশেষ পরিষেবা চালু করতে চলেছে তারা। ১ জুলাই বাবুঘাট থেকে শুরু হবে গঙ্গা বিহার। মূলত কলকাতার বাবুঘাটে ও হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গারতি দেখাতেই এই উদ্যোগ।
advertisement
advertisement
জানা গিয়েছে, নিজেদের বড় ভেসেল থাকলেও একটি বেসরকারি সংস্থার থেকে বেশ কয়েকটি কাঠের লঞ্চ ভাড়া নিয়ে চালায় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। সেই সংস্থার একটি লঞ্চেই গঙ্গা বিহারের উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১ জুলাই বাবুঘাট থেকে উদ্বোধন হবে এই ব্যবস্থার। তারপর চলবে নিয়মিত। আড়াই ঘণ্টার সফরে টিকিটের মূল্য হবে ২৯৯ টাকা। সেই লঞ্চ বাবুঘাট থেকে ছেড়ে নিমতলা ঘাট, হাওড়া ব্রিজ, মিলেনিয়াম পার্ক ঘুরিয়ে বাবুঘাটে এসে গঙ্গা আরতি দেখাবে। সেখান থেকে যাবে ওপারে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। সেখানেও গঙ্গারতি হয়। তা দর্শনের পর ফের বাবুঘাটে ফিরে আসবে ওই লঞ্চ।
advertisement
আড়াই ঘণ্টার এই সফরে থাকবে চা, স্ন্যাক্স-সহ বিভিন্ন খাবার। থাকবে ফুচকা, ঝালমুড়ির মতো স্ট্রিট ফুডও। ৪০ আসন বিশিষ্ট এই বিশেষ লঞ্চে চড়ে গঙ্গা বিহারে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে বাউল গান। যা গঙ্গা বিহারকে অন্য মাত্রা দেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 22, 2024 10:01 AM IST









