উচ্চ মাধ্যমিকে ৪৯০ পেয়ে ষষ্ঠ স্থানের দাবিদার ১৬ জন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Last Updated:

পাশের হারে প্রথম স্থান দখল করেছে পূ‍‍র্ব মেদিনীপুর ৷ এছাড়াও পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা ৷ তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং চতুর্থ স্থানে রয়েছে কালিম্পং ৷

#কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার শেষ ৷ সোমবার সকালে প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষার্থীদের উৎকন্ঠা শেষে সকাল ১০টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ৷
২০১৯ সালের উচ্চমাধ্যমিকে পাশের হার ৮৬.২৯ শতাংশ ৷ ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীদের হার ৬.২৬ শতাংশ বেশি ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষার এই পরিসংখ্যানে একটি বিষয় স্পষ্ট, ছেলেদের পাশাপাশি মেয়েদের মধ্যেও এখন উচ্চশিক্ষিত হওয়ার প্রবণতা বাড়ছে ৷ ছাত্রদের পাশের হার ৮৭.৪৪ শতাংশ ৷ ছাত্রীদের পাশের হার ৮৫.৩০ শতাংশ ৷
পাশের হারে প্রথম স্থান দখল করেছে পূ‍‍র্ব মেদিনীপুর ৷ এছাড়াও পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা ৷ তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং চতুর্থ স্থানে রয়েছে কালিম্পং ৷ এবারের উচ্চমাধ্যমিকে যুগ্ম প্রথম রাজর্ষি বর্মন ৪৯৮, জেনকুন্স স্কুল কোচবিহার, শোভন মণ্ডল ৪৯৮ বীরভূম ৷ পাশের মোট শতাংশ ৯৯.৬ ৷
advertisement
advertisement
এবার ষষ্ঠ স্থানে রয়েছে ১৬ জন ছাত্রছাত্রী ৷ এক নজরে দেখে নিন তাদের নাম---
• ষষ্ঠ পল্লব ঘোষ (৪৯০), ৯৮% ৷ পল্লব কলকাতার পাঠভবনের ছাত্র ৷
• ষষ্ঠ কিরণ মণ্ডল (৪৯০), ৯৮% ৷ কিরণ বাগনান হাইস্কুলের ছাত্র ৷
• ষষ্ঠ মোজাম্মেল হক (৪৯০), ৯৮% ৷ মোজাম্মেল বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র ৷
advertisement
• ষষ্ঠ স্বর্ণজি‍ৎ পোদ্দার (৪৯০), ৯৮% ৷ স্বর্ণজিৎ বরাহনগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরের ছাত্র ৷
• ষষ্ঠ ধ্রুব মিত্র (৪৯০), ৯৮% ৷ ধ্রুব হুগলি ব্রাঞ্চ স্কুলের ছাত্র ৷
• ষষ্ঠ স্নিগ্ধা বর্মন (৪৯০), ৯৮% ৷ স্নিগ্ধা বীরভূম কালিগতি স্মৃতিনারী স্কুলের ছাত্র ৷
• ষষ্ঠ অত্রি বিশ্বাস (৪৯০), ৯৮% ৷ অত্রি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র ৷
advertisement
• ষষ্ঠ শঙ্খদীপ বেরা (৪৯০), ৯৮% ৷ শঙ্খদীপ পূঃ মেদিনীপুর মঙ্গলা অ্যাকাডেমির ছাত্র ৷
• ষষ্ঠ অর্পণ দাস (৪৯০), ৯৮% ৷ অর্পণ বেঙ্গল ইনজিনিয়ারিং কলেজ স্কুলের ছাত্র ৷
• ষষ্ঠ তিতলি মুখোপাধ্যায় (৪৯০), ৯৮% ৷ তিতলি ভাসতারা যজ্ঞেশ্বর হাইস্কুলের ছাত্রী ৷
• ষষ্ঠ সপ্তর্ষি রায় (৪৯০), ৯৮% ৷ সপ্তর্ষি গাজোল এইচএনএম স্কুলের ছাত্র ৷
advertisement
• ষষ্ঠ সৌম্য সামন্ত (৪৯০), ৯৮% ৷ সৌম্য নব নালন্দা হাইস্কুলের ছাত্র ৷
• ষষ্ঠ অর্ধেন্দুমৌলি ঘোষ (৪৯০), ৯৮% ৷ অর্ধেন্দুমৌলি মেমারি ভিএম ইনস্টিটিউশনের ছাত্র ৷
• ষষ্ঠ স্বর্ণেন্দু পাল (৪৯০), ৯৮% ৷ স্বর্ণেন্দু পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ৷
• ষষ্ঠ ময়ূখমালি দাস (৪৯০), ৯৮% ৷ ময়ূখমালি নব নালন্দা হাইস্কুলের ছাত্র ৷
advertisement
• ষষ্ঠ সায়ন বন্দ্যোপাধ্যায় (৪৯০), ৯৮% ৷ সায়ন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চ মাধ্যমিকে ৪৯০ পেয়ে ষষ্ঠ স্থানের দাবিদার ১৬ জন, দেখে নিন সম্পূর্ণ তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement