শাহিনবাগের আন্দোলন কি সরবে? 'আলোচনা ভালো হয়েছে,' বললেন মধ্যস্থতাকারীরা

Last Updated:

শাহিনবাগের আন্দোলনে মধ্যস্থতার জন্য দুই মধ্যস্থতাকারী নিযুক্ত করেছে সুপ্রিম কোর্ট৷ তাঁরা এ দিন আন্দোলনকারীদের অনুরোধ জানান, শাহিনবাগের রাস্তা আটকে আন্দোলনে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে৷

#নয়াদিল্লি: সিএএ-এনআরসি-র প্রতিবাদে শাহিনবাগ আন্দোলনকে অন্যত্র সরাতে আজ অর্থাত্‍ বুধবার আন্দোলকারীদের সঙ্গে আলোচনা করলেন সুপ্রিম কোর্টের নিযুক্ত দুই মধ্যস্থতাকারী বরিষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে ও আইনজীবী সাধনা রামচন্দ্রন৷
শাহিনবাগের আন্দোলনে মধ্যস্থতার জন্য দুই মধ্যস্থতাকারী নিযুক্ত করেছে সুপ্রিম কোর্ট৷ তাঁরা এ দিন আন্দোলনকারীদের অনুরোধ জানান, শাহিনবাগের রাস্তা আটকে আন্দোলনে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে৷ তাই এই আন্দোলন অন্যত্র সরানো হোক৷ সুপ্রিম কোর্টের নির্দেশ আন্দোলকারীদের পড়ে শোনান সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রন৷
advertisement
advertisement
আন্দোলনকারীদের সাধনা রামচন্দ্রন বলেন, 'আপনাদের আন্দোলনের অধিকার অধিকারকে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট৷ কিন্তু অন্য নাগরিকদের অধিকারও তো সুরক্ষিত রাখতে হবে৷ আমরা চাই, সবাই মিলে আলোচনা করে একটি সমাধান৷ আমরা সকলের কথা শুনবো৷'
কয়েক ঘণ্টা থাকার পর মধ্যস্থতাকারীরা চলে যান৷ পরে সাধনা রামচন্দ্রন বলেন, 'প্রথম বৈঠক ভালো হয়েছে৷ ওঁরা সবাই চান, আমরা আবার কাল আসি৷'
advertisement
দীর্ঘ দিন ধরে চলা শাহিনবাগের বিক্ষোভ অবস্থান কি এ বার উঠে যাবে? সিএএ-এনআরসি-এনপিআর বিরুদ্ধে ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছে সব ধর্মের মানুষ৷ বিশেষ করে মহিলারা৷ সুপ্রিম কোর্টের নিযুক্ত দুই মধ্যস্থতাকারী শাহিনবাগের আন্দোলকারীদের সঙ্গে কথা বলে আন্দোলন অন্যত্র সরানোর চেষ্টা করছেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শাহিনবাগের আন্দোলন কি সরবে? 'আলোচনা ভালো হয়েছে,' বললেন মধ্যস্থতাকারীরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement