শাহিনবাগের আন্দোলন কি সরবে? 'আলোচনা ভালো হয়েছে,' বললেন মধ্যস্থতাকারীরা

Last Updated:

শাহিনবাগের আন্দোলনে মধ্যস্থতার জন্য দুই মধ্যস্থতাকারী নিযুক্ত করেছে সুপ্রিম কোর্ট৷ তাঁরা এ দিন আন্দোলনকারীদের অনুরোধ জানান, শাহিনবাগের রাস্তা আটকে আন্দোলনে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে৷

#নয়াদিল্লি: সিএএ-এনআরসি-র প্রতিবাদে শাহিনবাগ আন্দোলনকে অন্যত্র সরাতে আজ অর্থাত্‍ বুধবার আন্দোলকারীদের সঙ্গে আলোচনা করলেন সুপ্রিম কোর্টের নিযুক্ত দুই মধ্যস্থতাকারী বরিষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে ও আইনজীবী সাধনা রামচন্দ্রন৷
শাহিনবাগের আন্দোলনে মধ্যস্থতার জন্য দুই মধ্যস্থতাকারী নিযুক্ত করেছে সুপ্রিম কোর্ট৷ তাঁরা এ দিন আন্দোলনকারীদের অনুরোধ জানান, শাহিনবাগের রাস্তা আটকে আন্দোলনে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে৷ তাই এই আন্দোলন অন্যত্র সরানো হোক৷ সুপ্রিম কোর্টের নির্দেশ আন্দোলকারীদের পড়ে শোনান সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রন৷
advertisement
advertisement
আন্দোলনকারীদের সাধনা রামচন্দ্রন বলেন, 'আপনাদের আন্দোলনের অধিকার অধিকারকে মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট৷ কিন্তু অন্য নাগরিকদের অধিকারও তো সুরক্ষিত রাখতে হবে৷ আমরা চাই, সবাই মিলে আলোচনা করে একটি সমাধান৷ আমরা সকলের কথা শুনবো৷'
কয়েক ঘণ্টা থাকার পর মধ্যস্থতাকারীরা চলে যান৷ পরে সাধনা রামচন্দ্রন বলেন, 'প্রথম বৈঠক ভালো হয়েছে৷ ওঁরা সবাই চান, আমরা আবার কাল আসি৷'
advertisement
দীর্ঘ দিন ধরে চলা শাহিনবাগের বিক্ষোভ অবস্থান কি এ বার উঠে যাবে? সিএএ-এনআরসি-এনপিআর বিরুদ্ধে ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছে সব ধর্মের মানুষ৷ বিশেষ করে মহিলারা৷ সুপ্রিম কোর্টের নিযুক্ত দুই মধ্যস্থতাকারী শাহিনবাগের আন্দোলকারীদের সঙ্গে কথা বলে আন্দোলন অন্যত্র সরানোর চেষ্টা করছেন৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
শাহিনবাগের আন্দোলন কি সরবে? 'আলোচনা ভালো হয়েছে,' বললেন মধ্যস্থতাকারীরা
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement