এবার থেকে জন্ম-মৃত্যু সার্টিফিকেটে থাকবেনা অশোকস্তম্ভ, সিদ্ধান্ত কলকাতা পুরসভার
Last Updated:
জাতীয় প্রতীক নিয়ে বিতর্ক ও আইনি জটিলতার জেরে সিদ্ধান্ত নিল পুর-কর্তৃপক্ষ। ২২ মে পর শহরে জন্ম-মৃত্যু সংক্রান্ত যে সার্টিফিটেকট ইস্যু হবে, সেখানে অশোকস্তম্ভ থাকছে না। তবে এর আগে ইস্যু হওয়া সার্টিফিকেট বৈধ থাকছে।
#কলকাতা: জাতীয় প্রতীক নিয়ে বিতর্ক ও আইনি জটিলতার জেরে সিদ্ধান্ত নিল পুর-কর্তৃপক্ষ। ২২ মে পর শহরে জন্ম-মৃত্যু সংক্রান্ত যে সার্টিফিটেকট ইস্যু হবে, সেখানে অশোকস্তম্ভ থাকছে না। তবে এর আগে ইস্যু হওয়া সার্টিফিকেট বৈধ থাকছে।
অবৈধভাবে নিজেদের সার্টিফিকেটে অশোকস্তম্ভ ব্যবহার করছে পুরসভা। এই অভিযোগ পুলিশে অভিযোগ দায়ের করেন কমল দে নামে এক ব্যক্তি। ১৮ মে এনিয়ে বৈঠকে বসেন পুর-কমিশনার ও লালবাজারের যুগ্ম কমিশনার। তারপরই সার্টিফিকেটে অশোকস্তম্ভ ব্যবহার না করার সিদ্ধান্ত পুরসভার।
advertisement
advertisement
অশোকস্তম্ভ ছাড়াই পুর- সার্টিফিকেট জন্ম-মৃত্যুর সার্টিফিকেটে নয়া নিয়ম
যাবতীয় বিতর্কে ইতি টানতেই এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2018 10:01 AM IST