Fraud Call: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ফোন, দাবি ৫ লক্ষ টাকা! অবশেষে ধৃত ৩
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Bibek Das
Last Updated:
Fraud Call: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ। ৫ লক্ষ টাকা দাবিও করা হয়। চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানার পুলিশের জালে ৩ যুবক।
হুগলিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগ। ৫ লক্ষ টাকা দাবিও করা হয়। চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানার পুলিশের জালে ৩ যুবক। হুগলি থেকে গ্রেফতার করা হয় তাঁদের। কালনা পুরসভার চেয়ারম্যানের দাবি, বৃহস্পতিবার বিকেলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন পান। তাঁকে ফোনের অপর থেকে দাবি করা হয়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হচ্ছে।
বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক জায়গা থেকে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। যেকোনও মুহূর্তে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন। ফোন পেয়ে সন্দেহ হয় কালনা পুরসভার চেয়ারম্যানের।
advertisement
advertisement
তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল নম্বরটির মাধ্যমে লোকেশন ট্র্যাক করে। দেখা যায় হুগলি থেকে ফোন এসেছিল। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে তিন যুবককে গ্রেফতার করে। ধৃতেরা হল জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং শেখ তসলিম। ধৃত জুনেদুলের বিরুদ্ধে-এর আগে ভুয়ো ফোন করে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে আগে গ্রেফতারও হয় সে। জামিনে মুক্তি পাওয়ার পর কালনা পুরসভার চেয়ারম্যানকে টার্গেট করে। যদিও টাকা হাতানোর আগে পর্দাফাঁস হয়।
advertisement
কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে এখানে উল্লেখ করা নাম্বার দিয়ে Whatsapp খোলা হয়েছিল তাঁর একটা স্ক্রিনশট দেওয়া হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2024 9:39 PM IST