Government Recruitment: বিরাট খবর! দমকল বিভাগে বিপুল নিয়োগের অনুমোদন মন্ত্রিসভার! রইল তালিকা

Last Updated:

Government Recruitment: সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হয়। দমকল দফতরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।২৬৪টি নতুন করে পদ তৈরি হল দমকল দফতরের নিয়োগের জন্য।

দমকল বিভাগে বিপুল নিয়োগ
দমকল বিভাগে বিপুল নিয়োগ
কলকাতাঃ সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হয়। দমকল দফতরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।২৬৪টি নতুন করে পদ তৈরি হল দমকল দফতরের নিয়োগের জন্য।
রাজ্যজুড়ে আরও কয়েকটি নতুন করে ৬টির ও বেশি দমকল কেন্দ্র তৈরি হচ্ছে। সেই দমকল কেন্দ্রগুলিতে নিয়োগের পাশাপাশি অন্যান্য দমকল কেন্দ্রগুলিতে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বছরের শেষ মন্ত্রীসভার বৈঠকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বছরের শুরুতেই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ‍্যমন্ত্রী। বৈঠকে জানুয়ারি মাসে নিজের কর্মসূচির কথাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি বলেন, ‘গঙ্গাসাগর থেকে আমি ৭ তারিখ করে চলে আসব। তবে, তার আগেই ‘হ‍্যাপি নিউ ইয়ার’ জানাচ্ছি।’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘বেঙ্গল বিসনেস সামিট হবে ৫-৬ ফেব্রয়ারি তারিখে। এর মধ্যে মা কালী এর স্কাইওয়াক হয়ে গেলে আমরা উদ্বোধন করে দেব। জানুয়ারি মাসের ২৮ তারিখ বই মেলা আছে। আপনাদের তো আগেই জানিয়েছি দীঘায় জগন্নাথ মন্দির এর উদ্বোধনের দিন। এছাড়া জেলা জেলায় মেলা হচ্ছে। জানুয়ারি মাসে নানান রকম মেলা হয়। মিষ্টি হাব ৭, ৮, ৯ দীঘায় একটা মেলা করছে। আমি ওখানে মানস ভুঁইয়া, অখিল গিরি কে যেতে বলেছি।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Government Recruitment: বিরাট খবর! দমকল বিভাগে বিপুল নিয়োগের অনুমোদন মন্ত্রিসভার! রইল তালিকা
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement