Manab Mukherjee Cpim: দলে সকলের প্রিয়, দায়িত্ব পালনে চির সফল, মানব মুখোপাধ্যায়ের শেষযাত্রা শেষ হল মেডিক্যাল কলেজে

Last Updated:

Manab Mukherjee Cpim: তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ফুলবাগান ও রাজাবাজার এলাকার দলীয় কার্যালয়ে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় এসএফআই ডিওয়াইএফআই-এর রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে।

চলে গেলেন মানব মুখোপাধ্যায়
চলে গেলেন মানব মুখোপাধ্যায়
#কলকাতা: যেখানে ছিল রোজকার কাজ, সেই দলীয় দফতর থেকে শেষবারের মতো বের করা হল প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়ের দেহ। এক সময়ের সতীর্থরা চোখের জলে শেষ বিদায় দিলেন কেউ বা তাঁর দেখানো পথে চলার শপথ গ্রহণ করলেন। বুধবার সকাল প্রথমে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বেলেঘাটায় সিপিএমের এরিয়া কমিটির দফতরে। বিধানসভা নির্বাচনে এখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতেন তিনি। সেই এলাকার মানুষ ও দলীয় নেতা কর্মী সমর্থকেরা তাঁকে শেষ বিদায় জানান।
এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ফুলবাগান ও রাজাবাজার এলাকার দলীয় কার্যালয়ে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় এসএফআই ডিওয়াইএফআই-এর রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। সেখানে ছাত্র যুব সংগঠনের বর্তমান নেতৃত্বের পাশাপাশি প্রাক্তন নেতৃত্বও তাঁকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন গৌতম দেব, রবীন দেব, নেপাল দেব, তাপস সিনহার মতো নেতৃত্ব। এরপর দেহ নিয়ে যাওয়া হয় সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে তাঁকে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ রাজ্য নেতৃত্ব। দলের কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর পক্ষ থেকেও সম্মান জানানো হয় প্রয়াত এই নেতাকে।
advertisement
advertisement
এরপর সিপিএমের কলকাতা জেলা কমিটির দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে তাঁর মরদেহ রাখা হয়। সিপিএমের পাশাপাশি সেখানেও তাঁকে শেষ শ্রদ্ধা জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব। সিপিআইয়ের পক্ষ থেকে সেখানে উপস্থিত হন মৌসুমী ঘোষ, প্রবীর দেব। আইএসএফের নওশাদ সিদ্দিকিও সেখানে আসেন শ্রদ্ধা জানাতে। এরপর সেখান থেকে একটি শোক মিছিল বের করা হয়। অর্ধনমিত রক্তপতাকা নিয়ে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজে। সেখানে তাঁর দেহ দান করা হয়। তাঁর সম্পর্কে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "মানব মুখোপাধ্যায় আমার চাইতে বয়সে অনেক ছোট। বয়সে ছোট কেউ চলে গেলে অনেক বেশি খারাপ লাগে। তিনি দলের অনেক দায়িত্ব পালন করেছেন। যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা সঠিক ভাবে পালন করেছেন। তবে বেশকিছু দিন ধরে তাঁর শারীরিক সমস্যা হচ্ছিল।" তাপস সিনহা বলেন, "তিনি চলে যাওয়াতে অফুরান ক্ষতি হল। তবে তিনি যা রেখে গিয়েছেন তাঁর লেখনীর মাধ্যমে সেই পথ ধরেই আমাদের চলতে হবে ভবিষ্যতে।" নওশাদ সিদ্দিকি বলেন, "বর্তমান রাজনীতিতে সৌজন্যের অভাব তৈরি হয়েছে। এই রকম পরিস্থিতিতে মানব মুখোপাধ্যায়ের মতে একজন নেতার চলে যাওয়ায় রাজ্য রাজনীতির জন্য ক্ষতি হল।"
advertisement
দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগে করেন মানব মুখোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৬৭ বছর৷ বাম আমলে পরিবেশ তথ্যপ্রযুক্তি সহ একাধিক দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন মানব মুখোপাধ্যায়৷ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি৷ বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন মানব মুখোপাধ্যায়৷
advertisement
রাজ্য কমিটির প্রাক্তন সদস্য ছিলেন তিনি৷ যদিও শারীরিক অসুস্থতার জন্যই মাঝে দলীয় কর্মসূচি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন৷ গত অগাস্ট মাসেই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর৷ সেই সময় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে৷ সেবারেও তাঁর অবস্থা যথেষ্ট গুরুতর হয়৷ কিন্তু সে যাত্রায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি৷ এর পরে কিছুটা সুস্থ হয়ে দলের কর্মসূচিতেও যোগ দিচ্ছিলেন৷
advertisement
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মল্লিকবাজারের ওই হাসপাতালেই ভর্তি ছিলেন মানব মুখোপাধ্যায়৷ মঙ্গলবার বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি৷ এর পরেই দ্রুত তাঁকে মল্লিকবাজারের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ জরুরি বিভাগে তাঁর চিকিৎসাও শুরু হয়৷ কিছুক্ষণের মধ্যেই অবশ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মানব মুখোপাধ্যায়ের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Manab Mukherjee Cpim: দলে সকলের প্রিয়, দায়িত্ব পালনে চির সফল, মানব মুখোপাধ্যায়ের শেষযাত্রা শেষ হল মেডিক্যাল কলেজে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement