আজও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

Last Updated:

সোমবার সারাদিন বৃষ্টির জেরে মঙ্গলবার সকালেও একাধিক জায়গায় জল জমার পাশাপাশি যানজটে নাকাল অফিসযাত্রীরা। এদিন সকাল থেকেও মেঘলা আকাশ ৷

#কলকাতা: সোমবার সারাদিন বৃষ্টির জেরে মঙ্গলবার সকালেও একাধিক জায়গায় জল জমার পাশাপাশি যানজটে নাকাল অফিসযাত্রীরা। এদিন সকাল থেকেও মেঘলা আকাশ ৷ সকাল থেকেই নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে ৷ বেহাল রাস্তা বাইপাসে, রাস্তায় বড়বড় গর্ত। টানা বৃষ্টিতে গর্তে জল জমে আরও বিপত্তি। রাস্তা খারাপ হওয়ায় ধীর গতিতে চলছে গাড়ি। কালিকাপুর, আনন্দপুর, রুবি মোড়ে রাস্তায় খানাখন্দ। কোনও জায়গায় বাইপাস দেখে মনে হয় পুকুর।
রাতভর বৃষ্টির জেরে সকাল থেকেই থম মেরে যায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। হয়রানির মুখে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে অফিসযাত্রীদের ৷
advertisement
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে নিম্নচাপের অবস্থান এখন বিহার ও ঝাড়খন্ডের উপর। নিম্নচাপ শক্তি হারালেও আজও দক্ষিণবঙ্গের চার জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদেও হতে পারে বেশ কয়েক পশলা ভারী বৃষ্টি।
advertisement
অন্যদিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী দু’দিন চলবে বৃষ্টি উত্তরের জেলাগুলিতে। সমুদ্রে ঝোড়ো হাওয়া কমে যাওয়ায় আজ অবশ্য মৎসজীবীদের জন্য কোনও সতর্কতা দেওয়া হয়নি ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement