#কলকাতা: কলকাতার তৃণমূল কাউন্সিলরদের জন্য কড়া দাওয়াই পিকে-র। লবি নয়, কাজ। গায়ের জোরে ভোট না। দেখনদারি ছেড়ে জনসংযোগ। পুরভোটের আগে পথ বাতলালেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
হাতে আর কয়েক মাস। তারপরই পুরভোট। যুযুধান দু'পক্ষের কাছেই কলকাতার পুরভোট প্রেস্টিজ ফাইট। শুক্রবার কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে পুরভোটের প্রস্তুতি-বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
পিকের কড়া দাওয়াই
রাজনৈতিক মহলের মতে, গত পঞ্চায়েত ভোটে অশান্তির প্রভাব কিছুটা হলেও পড়েছে তৃণমূলের ভাবমূর্তিতে। ১৯-শের লোকসভা ভোটেও সেই ক্ষোভ ছাপ ফেলেছে। গত লোকসভা ভোটে - কলকাতা পুর এলাকার ১৪৪ টির মধ্যে ৪৭ ওয়ার্ডে এগিয়ে বিজেপি ৷ তৃণমূল এগিয়ে ৯৩ ওয়ার্ডে ৷
NRC-CAA-র বিরোধিতাকে রাজনৈতিক অস্ত্র করছে তৃণমূল। তারসঙ্গেই প্রশান্ত কিশোরের কৌশল, জোর দিতে হবে জনসংযোগে। সেই লক্ষ্যেই পনেরোই জানুয়ারির মধ্যে কলকাতায় আরও দু'দফা 'দিদিকে বলো' কর্মসূচি পালন করতে হবে।