‘লবি নয়, কাজ করুন’, তৃণমূল কাউন্সিলরদের জন্য কড়া দাওয়াই পিকে-র
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
শুক্রবার কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে পুরভোটের প্রস্তুতি-বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
#কলকাতা: কলকাতার তৃণমূল কাউন্সিলরদের জন্য কড়া দাওয়াই পিকে-র। লবি নয়, কাজ। গায়ের জোরে ভোট না। দেখনদারি ছেড়ে জনসংযোগ। পুরভোটের আগে পথ বাতলালেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
হাতে আর কয়েক মাস। তারপরই পুরভোট। যুযুধান দু'পক্ষের কাছেই কলকাতার পুরভোট প্রেস্টিজ ফাইট। শুক্রবার কলকাতার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে পুরভোটের প্রস্তুতি-বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
পিকের কড়া দাওয়াই
advertisement
- লবি করে মিলবে না টিকিট
- ব্যক্তিস্বার্থে নষ্ট করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি
- গায়ের জোরে ভোট নয়
- অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে হবে
advertisement
- দল ও নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে
- বন্ধ করতে হবে দেখনদারি
- জোর দিতে হবে জনসংযোগে
- এখনই ভোট ভেবে ঝাঁপাতে হবে
রাজনৈতিক মহলের মতে, গত পঞ্চায়েত ভোটে অশান্তির প্রভাব কিছুটা হলেও পড়েছে তৃণমূলের ভাবমূর্তিতে। ১৯-শের লোকসভা ভোটেও সেই ক্ষোভ ছাপ ফেলেছে। গত লোকসভা ভোটে - কলকাতা পুর এলাকার ১৪৪ টির মধ্যে ৪৭ ওয়ার্ডে এগিয়ে বিজেপি ৷ তৃণমূল এগিয়ে ৯৩ ওয়ার্ডে ৷
advertisement
NRC-CAA-র বিরোধিতাকে রাজনৈতিক অস্ত্র করছে তৃণমূল। তারসঙ্গেই প্রশান্ত কিশোরের কৌশল, জোর দিতে হবে জনসংযোগে। সেই লক্ষ্যেই পনেরোই জানুয়ারির মধ্যে কলকাতায় আরও দু'দফা 'দিদিকে বলো' কর্মসূচি পালন করতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2020 9:08 AM IST