Liquor Shops Will Remain Closed: কলকাতায় ২ দিন বন্ধ মদের দোকান! কবে? কখন খুলছে? পড়ুন--

Last Updated:

কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান? পড়ুন--

#কলকাতা: আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে নির্বাচন। শুক্রবার সন্ধে থেকে রবিবার সন্ধে ৬টা পর্যন্ত, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে মদের দোকান (Liquor Shops Will Remain Closed)। আবগারি দফতরের নিয়ম অনুযায়ী, ভোটের আগে এই ২ দিন বন্ধ থাকবে কলকাতার সমস্ত বার, ক্লাব এবং মদের দোকান। আগামী ২১ ডিসেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণার দিন, এদিনও বন্ধ থাকছে মদের দোকান (Liquor Shops Will Remain Closed)।
অন্যদিকে, আজই কলকাতা পুরভোটে বিজেপির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ (KMC Elections 2021 | Central Force)। কলকাতা পুরভোটে কোনও হিংসা হলে তার জন্য সম্পূর্ণ জবাবদিহি করতে হবে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে (KMC Elections 2021 | Central Force)। রাজ্যের ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনারও, কলকাতা পুরভোটের যে কোনও গোলমালের জন্য হাইকোর্টের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এদিন পর্যবেক্ষণে এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট (KMC Elections 2021 | Central Force)। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য বিজেপি। দ্রুত শুনানির আবেদন চেয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে বিজেপি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। কালই জরুরি শুনানি চেয়ে আবেদন করা হচ্ছে বিজেপি-র তরফে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Liquor Shops Will Remain Closed: কলকাতায় ২ দিন বন্ধ মদের দোকান! কবে? কখন খুলছে? পড়ুন--
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement