জেলায় জেলায় প্লাবন হুঁশিয়ারি...! দক্ষিণবঙ্গের ৩ জেলার জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Flood Situation Alert: দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্য জুড়ে। গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে বীরভূম ও পুরুলিয়া জেলায়। তার মধ্যে পুরুলিয়া জেলার পরগাতেই ৩১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। বীরভূমের নানুর ও কিন্নাহারের ২০৭ ও ২১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়।
কলকাতা: দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্য জুড়ে। গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে বীরভূম ও পুরুলিয়া জেলায়। তার মধ্যে পুরুলিয়া জেলার পরগাতেই ৩১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। বীরভূমের নানুর ও কিন্নাহারের ২০৭ ও ২১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়।
আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কয়েকটি অঞ্চলে। একটানা ভারী বৃষ্টির জেরে ক্রমশ বদলাচ্ছে পরিস্থিতি। প্লাবন পরিস্থিতিতে এবার জেলাগুলিকে সতর্ক করল নবান্ন।
advertisement
advertisement
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। জেলাগুলিকে তাই বিশেষভাবে সতর্ক করা হল নবান্নের তরফে।
আরও পড়ুন: মাছ তো নয়, ‘মহামাছ’…! ইলিশ, পাবদা ছেড়ে খেতে শুরু করুন এই ‘মাছ’, কমায় কোলেস্টেরল থেকে ওজন, ভাল রাখে হার্ট, ‘নাম’ জেনেই ছুটুন বাজার!
advertisement
অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় বিহারের দক্ষিণ ও পূর্বদিকের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ডেরও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর জেরে দামোদর,অজয় ও ময়ূরাক্ষী নদীর জলস্তর বাড়বে বলেই আশঙ্কা ও সেক্ষেত্রে নিচু এলাকা প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। উঁচু এলাকাগুলিও প্লাবিত হতে পারে। বীরভূম, বাঁকুড়া, হুগলির জেলাশাসকদের বিশেষভাবে সতর্ক করা হল নবান্নের তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2025 2:00 PM IST










