জৈষ্ঠ্যে আমফানের সর্বনাশ, জমিতেই সোনা ধানের সলিল সমাধি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বোরো ধান তোলার আগেই ঝড়, মাঠেই পচছে বোরো ধান
#সিঙ্গুর: জৈষ্ঠ্যের এই সময়েই বোরো ধান তুলে ফেলেন কৃষকরা। লকডাউনে তা হয়নি। তার মধ্যেই সর্বনাশা ঘূর্ণিঝড়। সিঙ্গুরে ধানজমিতে জল। মাঠের ধান মাঠেই পচে চরম ক্ষতি। জমিতেই সোনা ধানের সলিল সমাধি।
এখন জৈষ্ঠ্য মাস। এখন, আমফানের সর্বনাশ। হুগলির সিঙ্গুর-হরিপাল-সহ বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা বোরো ধান চাষ হয়। জমি থেকে পাকা বোরো ধান ঘরে তোলেন কৃষকরা। দিন ১৫ আগেই ধান তুলে ফেলা যেত। তবে লকডাউনে তা হয়নি। তার মধ্যেই তেড়ে এল আমফান। জল জমে পচে যাচ্ছে ধান। মুখ থুবড়ে পড়েছে কৃষকদের পরিশ্রম।
advertisement
ঋণ নিয়ে ধান চাষ করেছেন। ঋণ শোধ হবে কী করে? জানেন না কৃষকরা।
advertisement
ধানচাষি মনোরঞ্জন কোলে সবে পাকা বাড়ি তৈরি শুরু করেছিলেন। আমফানে বাড়ি ভেঙে গেছে। একদিকে ফসলের ক্ষতি। আরেকদিকে স্বপ্নের বাড়িটায় ঝড়। জোড়া ধাক্কায় অন্ধকার দেখছেন কৃষক।
প্রশাসন পােশ দাঁড়াক। সাহায্যের হাত বাড়িয়ে দিক। এই আশাতেই দিন গুনছেন ধান চাষিরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2020 2:46 PM IST