Firhad Hakim: তৃণমূলের সঙ্গে মিশে যাক গোটা কংগ্রেস, বাংলার মন্ত্রীর মন্তব্যে তুমুল শোরগোল

Last Updated:

Firhad Hakim: রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ''কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, ইভিএম একযোগে কাজ করেছে। এটা ২০২৪-এ বজায় থাকবে না।''

বিজেপি-র সাফল্যের জন্য কংগ্রেসের ব্যর্থতাকেই দায়ী করছে তৃণমূল৷
বিজেপি-র সাফল্যের জন্য কংগ্রেসের ব্যর্থতাকেই দায়ী করছে তৃণমূল৷
#কলকাতা: মিলে গেল এক্সিট পোল। ৩০০ না হলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই উত্তর প্রদেশে পুনরায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথের উপরও ভরসা রাখল উত্তর প্রদেশের মানুষ। ২০১৭ সালের তুলনায় আসন সংখ্যা অনেকটা বাড়ালেও ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারলেন না অখিলেশ যাদব। তাঁকে জোর আরও বাড়াতে দুবার উত্তর প্রদেশ সফর পর্যন্ত করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেও অবশ্য বিশেষ লাভ হল না। তবে, তৃণমূল নেতৃত্ব অবশ্য বিজেপি-র এই জয়ে রহস্যের গন্ধ পাচ্ছে।
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ''কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, ইভিএম একযোগে কাজ করেছে। এটা ২০২৪-এ বজায় থাকবে না। যেখানে উন্নাও, হাথরসের মতো ঘটনা, কৃষকদের পিষে মেরে দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে মানুষ সব ভুলে বিজেপিকে ভোট দিয়েছে, এটা হতে পারে না। ২০২৪-এর জন্য আমাদের লড়াই জারি থাকবে।''
advertisement
advertisement
উত্তর প্রদেশ নয়, তৃণমূলের অনেক বেশি নজর ছিল গোয়াতে। কিন্তু আরব সাগরের তীরেও তেমন দাঁত ফোটাতে পারেনি পশ্চিমবঙ্গের শাসক দল। তৃণমূল জোট গোয়ায় ৩ আসনে এগিয়ে থাকলেও সরকার গঠনে বিজেপির পথ প্রায় প্রশস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে রয়েছেন গোয়ায়। গোয়াতে তৃণমূল ফ্যাক্টর প্রসঙ্গে ফিরহাদ বলেন,''অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। দলের শীর্ষ নেতৃত্ব আলোচনা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।''
advertisement
তবে, পাঁচ রাজ্যের নির্বাচনে পঞ্জাবে আপ-এর উঠে আসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। যদিও পঞ্জাবে আপ-এর জয়ের থেকে বেশি কংগ্রেসের ব্যর্থতাকেই বড় করে দেখছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ''কংগ্রেসের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। ওঁদের উচিত আমাদের সঙ্গে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে থাকা।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: তৃণমূলের সঙ্গে মিশে যাক গোটা কংগ্রেস, বাংলার মন্ত্রীর মন্তব্যে তুমুল শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement