Uttar Pradesh Assembly Election Results: মিলে যাচ্ছে এক্সিট পোল, উত্তর প্রদেশে ফের রমরমিয়ে যোগী-রাজের ইঙ্গিত!

Last Updated:

Uttar Pradesh Assembly Election Results: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়া বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা পিছিয়ে রয়েছেন নিজেদের রাজ্যে।

#লখনউ: পাঁচ রাজ্যে ভোট গণনা চলছে। উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনে, পঞ্জাবের ১১৭টি, উত্তরাখণ্ডের ৭০টি, গোয়ায় ৪০টি এবং মণিপুরের ৬০টি আসনের ফল গণনা হচ্ছে আজ৷ তবে, প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, উত্তর প্রদেশে অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি। ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে গেরুয়া শিবির। অনেকটা পিছনে দ্বিতীয় স্থানে সমাজবাদী পার্টি। এখনও পর্যন্ত ২৪৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১১১ আসনে। বিএসপি এগিয়ে রয়েছে ৫ আসনে, কংগ্রেস এগিয়ে ৬ আসনে।
তবে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়া বাকি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা পিছিয়ে রয়েছেন নিজেদের রাজ্যে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত পিছিয়ে রয়েছেন। করহল কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। এদিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্ সিং চান্নিও দুটি আসন থেকেই পিছিয়ে। পঞ্জাবে আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মান এগিয়ে ধুরি কেন্দ্রে। ক্যাপ্টেন অমরিন্দর সিংহ এগিয়ে পাতিয়ালায় এবং অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে রয়েছেন সিধু।
advertisement
advertisement
এ বার উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপির প্রচারে নরেন্দ্র মোদির পাশাপাশি সমান ভাবে উঠে এসেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। টানা দ্বিতীয় বার লখনউয়ের কুর্সি দখল করতে পারলে ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অমিত শাহের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বলে মনে করছে দলেরই একাংশ। বুথফেরত সমীক্ষায় প্রায় সমস্ত সংস্থাই উত্তরপ্রদেশে বিজেপিকে এগিয়ে রেখেছিল। সেই ট্রেন্ড বাস্তবেও ফলতে শুরু করেছে।
advertisement
স্বাভাবিক কারণেই উত্তরপ্রদেশে আবার গেরুয়া ঝড়ের আভাস মিলতে শুরু করেছে। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকেই সেমিফাইনাল বলে মনে করছে রাজনৈতিক মহল। আর তাতে পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই ভোটে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসছে বিজেপি। ইতিমধ্যেই উৎসবে মেতেছেন পদ্ম সমর্থকরা। বিকেলে বিজেপির সদর দফতরে যেতে পারেন নরেন্দ্র মোদিও।
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Assembly Election Results: মিলে যাচ্ছে এক্সিট পোল, উত্তর প্রদেশে ফের রমরমিয়ে যোগী-রাজের ইঙ্গিত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement