পুরভোটের আগেই প্রাক্তন বনাম বর্তমানের পোস্টার যুদ্ধ! দক্ষিণে শোভন, উত্তর ববি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
উত্তর কলকাতার শ্যামবাজারে মেয়র ফিরাদ হাকিমের সমর্থনে পোস্টার দেখা গেল। লেখা ববিদাকে চাই
#কলকাতা: একজন বর্তমান মেয়র, অন্যজন প্রাক্তন মেয়র। যে ব্যাক্তিদের নিয়ে পোস্টার তারা দুজনেই একই রাজনৈতিক দলের সমর্থক হলেও তারা এখন দুই বিপরীত রাজনৈতিক দলের সদস্য।
শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে একটি পোস্টারে দেখা যায় শোভন চট্টোপাধ্যায়ের ছবি, পাশে বিজেপির দলীয় প্রতীক। কে বা কারা এই পোস্টার দিল তা জানা না গেলেও ব্যানারের নীচে লেখা ছিল কলকাতা নাগরিক বৃন্দ। এতেই শুরু হয় হাজারো প্রশ্ন, দলের মধ্যে বা বাইরে উঠতে শুরু করে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন। এবার মাত্র ২৪ ঘন্টার ব্যাবধান, তার মধ্যে আবার ব্যানার উত্তরে।
advertisement
শাষকদলের প্রথম সারির নেতা তথা বর্তমান মেয়র ফিরাদ হাকিমের নামে ব্যানার। ব্যানারের নিচে লেখা কলকাতা নাগরিক বৃন্দের তরফে সৃজন বোস। উত্তর কলকাতার শ্যামবাজারে ৪ থেকে ৫টি পোস্টার দেখা যায় শনিবার। এই ব্যানারে মেয়রের পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়ের ছবি সঙ্গে কলকাতা পুরসভার কাজের প্রশংসা কথাও লেখা আছে। সবশেষে লেখা ববিদা তোমাকে চাই। এই ব্যানার যুদ্ধে সৃজন বোসের মন্তব্য এটি পাল্টা ব্যানার কিনা জানা নেই, তবে বর্তমান মেয়রকেই যে চাই তার স্পষ্ট বার্তা।
advertisement
advertisement
শুক্রবার বিজেপি দলীয় প্রতীক চিহ্নে শোভন চট্টোপাধ্যায়ের সমর্থনে ব্যানার দেখে বিজেপির অনেক নেতারাই বলেছিলেন অভিজ্ঞতার নিরিখে শোভন বাবু মন্দ নন, এদিকে হাকিমের সমর্থনে শনিবারের ব্যানারে লেখা দক্ষতার সঙ্গে কলকাতা পুরসভার এক বছরের মধ্যে বিশ্বের দরবারে পৌছে দেবার জন্য কুর্নিশ। যা লেখা দেখে অনেকটাই পাল্টা বলে মনে করা যায়। কলকাতা পুরসভার নির্বাচনের দিন এখনো ঠিক না হলেও পুর যুদ্ধের প্রস্তুতিতে যে তুঙ্গে তা পোস্টার যুদ্ধ দেখেই বোঝা যায়। শহরের অনেকেই রসিকতার সঙ্গে বলছেন এগুলো সমর্থনের পোস্টারের থেকে বলা ভারো প্রাক্তন ও বর্তমানের পোস্টার।
advertisement
Susovan Bhattacharjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2020 4:32 PM IST